প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতিতে টিএমসি-বিজেপি উভয়পক্ষ জড়াচ্ছে

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের আবেদন করাতে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েন এক বিজেপি নেতা। ময়নাগুড়ি ব্লকের ওই বিজেপি নেতার নাম গোপাল বিশ্বাস। তার বাড়ি রানিরহাট…

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের আবেদন করাতে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েন এক বিজেপি নেতা। ময়নাগুড়ি ব্লকের ওই বিজেপি নেতার নাম গোপাল বিশ্বাস। তার বাড়ি রানিরহাট মোড়ে।

অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের সাধারণ মানুষদের নামে ভুয়ো ফর্ম ফিলাপ করছিলেন। ফর্মের খরচও তিনি তাদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। শনিবার সকালে কিছু গ্রামবাসী ওই ব্যক্তিকে আটক করে ময়নাগুড়ি থানায় খবর দেন । ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।

   

কেন্দ্র সরকারের প্রকল্পে দুর্নীতিতে তৃণমূল এবং বিজেপি নেতাদের বারবার জড়িত থাকার সংবাদ আসছে বিভিন্ন জেলা থেকে। শাসক ও বিরোধীদল উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনছে। সিপিআইএমের অভিযোগ, টিএমসি ও বিজেপি দুপক্ষ মিলে জনগণের সর্বনাশ করছে।