HomeWest BengalNorth BengalBJP: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে শিলিগুড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

BJP: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে শিলিগুড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

- Advertisement -

নিয়োগ দুর্নীতির জেরে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই রাজ্য জুড়ে চলছে বিরোধীদের প্রতিবাদ। রবিবার শিলিগুড়ির হাসমিচকে এসএসসি নিয়োগে দূর্নীতি সহ একাধিক দাবিতে পথ অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় সংঘের ছাত্র সংগঠন এবিভিপি কর্মীদের।

প্রাক্তন শিক্ষা মন্ত্রী বর্তমান শিল্প মন্ত্রীকে গ্রেফতার করে ইডি। দূর্নীতিগ্রস্থ সমস্ত নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী করে এবিভিপি। সংগঠনটির সমর্থকদের দাবি শুধু পার্থ চাটার্জীকে গ্রেফতার করলে হবে না। এই ঘটনার সংগে যুক্ত মূল অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।

   

বিক্ষোভের মাঝে পার্থ চট্টোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করতে গেলে পুলিশ কর্মীরা বাধা দেয়। এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি শুরু হয়। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে কর্মীরা। কিছুক্ষন পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular