রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতিমূলক কাজের বিরুদ্ধে সুর চড়িয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে (BJP) বিজেপি। উত্তরবঙ্গের (North Bengal) বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। কামাক্ষাগুড়ি এবং আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে বিজেপি কর্মীরা ট্রেনে উঠতে গেলে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ, এদিন তুফানগঞ্জে দাঁড়িয়ে ছিল স্পেশাল ট্রেন। সেখানে বিজেপি কর্মীরা উপস্থিত হতেই তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধেই। বিজেপি তরফে অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ বিভিন্ন স্টেশনে টহল দিচ্ছে। বিজেপি কর্মীরা কোনভাবেই যাতে না নবান্ন অভিযানে শামিল হতে পারে, সেজন্য বাধা দেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গ থেকে আসা বিজেপি সমর্থকরা মঙ্গলবার শিয়ালদহ বা কলকাতা স্টেশনে নেমে নবান্ন অভিযান মিছিলে অংশ নেবেন। মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গের দূরবর্তী জেলা থেকে আসা সমর্থকদের আসার জন্য ৭ টি ট্রেন ভাড়া করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্ন চত্বরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।