দলীয় সভা থেকে তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের উদ্দেশ্যে (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরও তিনগুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন। তৃণমূল নেত্রীর এই বার্তায় রাজনৈতিক মহল গরম। আক্রমণ শানালেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি (Sukanta Majumdar) সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, নিশ্চই অনুব্রত পাকিস্তান, চিন বা আমেরিকার সাথে যুদ্ধ করে ফিরছেন তাই মুখ্যমন্ত্রী ওনাকে বীরের সম্মান দিয়ে ফেরানোর কথা বলেছেন।
বৃহস্পতিবার বালুরঘাটে এক পথসভার পর অনুব্রতকে নিয়ে মুখ্যমন্ত্রীকে উক্তিকে কটাক্ষ করেন সুকান্ত। তিনি বলেন, ওনার (অনুব্রত) মেয়ের একাউন্টে ১৭ কোটি টাকা পাওয়া গেছে। এসব জেনেও মুখ্যমন্ত্রীর লজ্জা করে না এসব বলতে!
বিজেপির নবান্ন অভিযানের জন্য দক্ষিন দিনাজপুর জেলায় প্রচার চালাচ্ছেন বালুরঘাটের সাংসদ তথা দলটির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রচার সভা থেকে তিনি আরও বলেন আগে জানতাম চোরের মায়ের বড় গলা, এখন দেখছি চোরের দিদির বড় গলা।
মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের যে কোন সুপারিশ করার ক্ষেত্রে সরকারি প্যাড ব্যবহারে নিষেধ করেছেন। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আমরা তো আগেই বলতাম কালীঘাটের টালিরচালা চোরেদের পাঠশালা। আজ উনি ক্যামেরার সামনে সেটা নিজেই বলে দিলেন।
সুকান্তর সংযোজন, কেন্দ্রীয় সংস্থা এমনি আসেনি। দেশে এখনও বিচার ব্যবস্থ্যা রয়েছে। চুরি করলে এজেন্সি আসবেই। পাশাপাশি তৃণমূলের সভার শেষে তৃণমূল নেত্রীর চাকরি নিয়ে বেঁধে দেওয়া নতুন স্লোগান কে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী এতদিন কি ডিম পাড়ছিলেন নাকি? চাকরি তো উনি বিক্রি করেছেন, এখন চাকরি তাকেই দিতে হবে।