বিরাট ধাক্কা খেল তৃণমূল! নিশীথের একটা চালে ঘুম উড়েছে শাসকদলের

লোকসভা ভোটের ফল (BJP) বেরোনোর তৃণমূলে যোগ দিয়েছিলেন কোচবিহারের মাথাভাঙ্গা দাড়িবোশ ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি সদস্য সঞ্জীব বর্মন। কিন্তু কয়েক দিনের মধ্যেই বিজেপিতে ফিরলেন তিনি।…

লোকসভা ভোটের ফল (BJP) বেরোনোর তৃণমূলে যোগ দিয়েছিলেন কোচবিহারের মাথাভাঙ্গা দাড়িবোশ ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি সদস্য সঞ্জীব বর্মন। কিন্তু কয়েক দিনের মধ্যেই বিজেপিতে ফিরলেন তিনি। নেপথ্যে কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। তিনিই সঞ্জীবের হাতে দলীয় পতাকা তুলে দেন।

এই প্রসঙ্গে কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক বলেন, সঞ্জীবদা আমাদের পরিবারেরই। তবে সঞ্জীবদার নিজের আগ্রহ ছিল আমি ওনার হাতে আবার ঝান্ডা তুলে দিই। সেই কারণে এটা করছি। প্রসঙ্গত, শুক্রবার সঞ্জীব বর্মন ছাড়াও কয়েক’শো কর্মী নিশীথ প্রামানিকের উপস্থিতিতে তৃণমূল থেকে বিজেপিতে প্রত্যাবর্তন করেন।

   

বিজেপি নেতার দলে প্রত্যাবর্তনের ভিডিয়ো দলের সোশাল মিডিয়া পেজে পোস্ট করেছে বঙ্গ বিজেপি। তাতে লেখা হয়েছে, ‘কোচবিহারের মাথাভাঙ্গা দাড়িবোশ ফুলবাড়ি বিজেপি গ্রাম পঞ্চায়েত শ্রী সঞ্জীব বর্মন-কে কিছু দিন আগে টিএমসি গুন্ডাদের দ্বারা জোরপূর্বক তৃণমূলে যোগ দিতে বাধ্য করেছিল। আজ কয়েকশো কর্মীকে সঙ্গে নিয়ে তিনি আবার বিজেপিতে যোগ দিলেন। এইভাবে ভয়দেখিয়ে বিজেপিকে রোখা যায়নি, যাবে না।’

উপনির্বাচনের আগেই তৃণমূলের কাছে ‘হেরে ভূত’ বিজেপি!

লোকসভা নির্বাচনে সবুজ ঝড়ে উড়ে গিয়েছেন বাংলার দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের মধ্যে অন্যতম নিশীথ প্রামানিক। তৃণমূলের জগদীশচন্দ্রবর্মা বসুনিয়ার কাছে হেরেছেন নিশীথ। ভোট মিটতেই কোচবিহারের একাধিক বিজেপি নেতা যোগ দেন তৃণমূলে। মাথাভাঙ্গা দাড়িবোশ ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্যচিত্র।

 

বিজেপি থেকে তৃণমূলে গিয়ে ফের গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন করলেন দাড়িবোশ ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জীব বর্মন। রাজনৈতিক মহলের মতে, এটা নিঃসন্দেহে তৃণমূলের কাছে বিরাট ধাক্কা। দলে যোগ দিয়ে কয়েক দিনের মধ্যে প্রভাবশালী নেতার বিজেপিতে ফেরার বিষয়ে তৃণমূলের অন্দরের প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজেপির ভোট-ধাক্কা ভগবান রামের প্রকৃত বিচার! আরএসএস নেতার নিশানায় মোদী-শাহ’রা

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ ৭,৮৮,৩৮৫টি ভোট পেয়েছেন। আর বিজেপির নিশীথ পেয়েছেন ৭,৪৯,১২৫টি ভোট। ৩৯ হাজার ২৫০ নিশীথকে উড়িয়ে দিয়েছেন জোড়াফুলের প্রার্থী। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায়। প্রাপ্ত ভোট ৩০,২৬৭।