কালিয়াগঞ্জ (Kaliaganj) থানায় অগ্নি সংযোগ কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে গুলি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলে। সূত্রের খবর , মৃত যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন ( ৩৩), বাড়ি রাধিকাপুর অঞ্চলের চাঁদগাও এলাকায়।
বিজেপির অভিযোগ, বুধবার গভীর রাতে রাধিকাপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে পুলিশ হানা দেয়। সে সময় তিনি বাড়িতে না থাকায় তাঁর বৃদ্ধ বাবাকে গ্রেফতার করার চেষ্টা করে পুলিশ। এতে গ্রামবাসীরা পুলিশের পথ আটকায়। অভিযোগ, বেগতিক বুঝে দুই রাউন্ড গুলি চালায় পুলিশ। শরীরে গুলি লাগায় গুরুতর জখম হন মৃত্যুঞ্জয়। পরবর্তীতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুঞ্জয় বর্মনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
মৃত যুবকের প্রতিবেশীরা জানিয়েছেন, শিলিগুড়িতে একটি কোম্পানির সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন মৃত্যুঞ্জয় বর্মন।গ্রামের এক বিয়েকে কেন্দ্র করে গ্রামের বাড়িতে এসেছিলেন।বাড়িতে অবিবাহিত দাদা ছাড়া মা, বাবা, স্ত্রী ও একটি ছোট সন্তান রয়েছে তাঁর। বিজেপির দাবি ওই যুবক তাদের সমর্থক।