Mamata Banerjee: ‘সবথেকে বড় চোর বিজেপি,’ ফের আক্রমণে মমতা

ডাবগ্রাম-ফুলবাড়িতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  শনিবার জলপাইগুড়ি জেলার এই নির্বাচনী জনসভা থেকেই বিজেপিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন মমতা। ফের একবার বিজেপিকে সবথেকে বড় চোরের আখ্যা দিলেন তৃণমূল সুপ্রিমো।

তিনি জানান, ‘বিজেপি বলছে বাংলাকে টাকা দেবে না। বাংলা মাথা নত করে না। ১০০ দিনের টাকা আমরা দিয়েছি তাহলে বিজেপি কেন ভোট পাবে? দিল্লির ভোট পাখির যে সমস্ত ভাষা ব্যবহার করছে তা শুনেছেন আগে? আমার দলের কে বললে তাড়িয়ে দেবো। সংবিধান ধ্বংস করে দেওয়া হচ্ছে, দেশকে বিক্রি করে দিয়েছে।

   

তিনি বলেন, বিজেপি জিতে গেলে কী পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারচেন? সবচেয়ে বড় চোর বিজেপি। রেলমন্ত্রী থাকাকালীন মেট্রো জোন আমি তৈরি করেছি। প্রকল্প বরাদ্দ, অনুমোদন সব আমার করে ডেইয়া। বিজেপি কিছুই করেনি, সবেতে গেরুয়া রঙ দেওয়া হচ্ছে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন