বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত, গঙ্গারামপুরে বি এস এফ এর গুলিতে জখম অনুপ্রবেশকারী

সীমান্তে অনুপ্রবেশ অব্যাহত, বি এস এফ এর গুলিতে জখম হলো এক বাংলদেশ অনুপ্রবেশকারী সেই সঙ্গে অনুপ্রবেশকারীদের হামলাতে গুরুতর আহত হয়েছেন এক বি এস এফ জওয়ান। বুধবার ভোরে পাঁচ জন অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। স্বভাবতই বি এস এফ তাদের বাধা দেবার চেষ্টা করে। বাধা পেয়ে অনুপ্রবেশকারীরাও হামলা চালায় বলে অভিযোগ। আর সেই হামলাতেই গুরুতর জখম হয়েছেন এক বি এস এফ জওয়ান। পাল্টা গুলিতে মহম্মদ আলাউদ্দিন নামের এক অনুপ্রবেশকারী আহত হয়েছে , জখম বি এস এফ জওয়ান কে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কি কারণে অনুপ্রবেশকারীরা ঢুকেছিলো সে বিষয়ে বি এস এফ এর তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সন্দেহ করা হচ্ছে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের উদ্দেশে তারা ঢুকতে পারে। গত ৩রা ফেব্রুয়ারী উত্তর দিনাজপুরে বিজিবি এবং বি এস এফ সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ বাঙ্কার বানানোর অভিযোগে। সেখানেও গ্রামবাসীরা অভিযোগ করেন গ্রাম থেকে গবাদি পশু চুরি হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে।

   

সীমান্তে এ ধরনের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করছে এবং কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে । বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত পতাকা বৈঠক ও আলোচনার মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করা হলেও, চোরাচালান ও অনুপ্রবেশের ঘটনা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ একটি দীর্ঘদিনের সমস্যা। বিএসএফের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে ১১,৮৬৬ কেজি মাদক, ১৪টি অস্ত্র, ১৭৩ কেজি সোনা এবং ১৭৯ কেজি রুপো উদ্ধার করা হয়েছে। এছাড়া, ২২ জন পাচারকারী নিহত এবং ৪,১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সীমান্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে উভয় দেশের সরকার ও সীমান্তরক্ষী বাহিনীর আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় থাকে এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। ঘটনার পর ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন