ভারতে বাঙ্কার তৈরির চেষ্টা বি জিবি র, হেমতাবাদে উত্তেজনার পারদ চড়লো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর

উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বাঙ্কার নির্মাণের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তা প্রতিহত করেছে। এই ঘটনায় দুই দেশের…

উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বাঙ্কার নির্মাণের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তা প্রতিহত করেছে। এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে

সীমান্তের ১৫০ মিটার দূরে বিজিবি একটি কংক্রিটের কালভার্ট নির্মাণের চেষ্টা করছিল। বিএসএফের তৎপরতায় তারা নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়। বিএসএফের কর্মকর্তারা জানান, সীমান্তের ১৫০ মিটার দূরে অবৈধ বাঙ্কার নির্মাণের চেষ্টা করা হচ্ছিল, যা আন্তর্জাতিক আইন ও সীমান্ত নিরাপত্তার পরিপন্থী। হেমতাবাদ সদর থেকে ২৪ কিলোমিটার দূরে চৈনগর সেখান থেকেই ৯কিলোমিটার দূরে মাকরহাট সীমান্ত। সেখানেই সংঘর্ষের পরিস্থিতি তৈরী হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। গত ৩রা ফেব্রুয়ারী রাত ১১ টা নাগাদ বি এস এফ এর একটি কোম্পানি কালভার্ট টি দেখতে পেয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিলে প্রথমে কথা কাটাকাটি থেকে হাতাহাতি তে জড়িয়ে পরে সীমান্ত রক্ষী বাহিনী। ততক্ষনে বি এস এফ এর পাশাপাশি গ্রামবাসীরাও এসে জড়ো হয়েছে, যদিও বি এস এফ তাদের সড়কেই আটকে দেয়।

   

বিজিবি তাদের কার্যক্রমকে সীমান্ত নিরাপত্তা ও তাদের বাহিনীর সুরক্ষার জন্য প্রয়োজনীয় বলে দাবি করেছে। তারা বলেন, সীমান্তে তাদের বাহিনীর সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে ভারতীয়দের দেখে বি জিবি কালভার্ট দখল করে নেওয়ার কথা বলে। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশের ঠাকুরগঞ্জ, পীরগাও , হরিপুর এলাকা থেকে বেলাগাম জাল নোট , মাদক দ্রব্য পাচার হচ্ছে। বেশ কিছু দুষ্কৃতী হেমতাবাদ থানার আশেপাশে লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

কুলিক নদীর কালভার্টের উপরে কোনো কাঁটাতার নেই সেখান দিয়েই অবাধে চুরি হচ্ছে গরু, মোষ। গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী এই সব সুড়ঙ্গ কিংবা বাঙ্কার তৈরী হলে গ্রামবাসীদের নিরাপত্তা বলে আর কিছু থাকবে না, তাই সীমান্তরক্ষী বাহিনীর এই লড়াইয়ে তারাও সামিল হতে চায়।