আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, কাঠগড়ায় তৃণমূল নেতা

কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় (Abash Yojna) কাটমানি না দেওয়ায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস বুথ সভাপতির বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই বেপাত্তা হয়েছেন…

no-more-rape

কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় (Abash Yojna) কাটমানি না দেওয়ায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস বুথ সভাপতির বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই বেপাত্তা হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি। উত্তর দিনাজপুুুুুুুরের রায়গঞ্জের ঘটনা।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তৃণমূল নেতার নাবালিকার মাকে হুমকি দিয়ে আসে। নাবালিকার মা পঞ্চায়েতের কাছে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকায় ঘর দাবি করেছিল। সেই ঘরের পরিবর্তে কাটমানি চেয়েছিল তৃণমূল নেতা।

   

অভিযুক্ত রায়গঞ্জের তৃণমূলের বুথ সভাপতি জগ রায়। নাবালিকার মা জানিয়েছেন, ঘরের দাবি করাতেই সাদা কাগজে সই করতে চাপ দেয় তৃণমূল নেতা। তখন তিনি জানিয়েছিলেন, ঘর তো বিনামূল্যে পাওয়া যায়, তাহলে কিসের সই! নাবালিকা মায়ের তরফে প্রশ্ন গেলে কোনও উত্তর দিতে পারে না তৃণমূল নেতা। আর এরপর থেকেই শুরু হয় রেষারেষি।

প্রসঙ্গত, ময়নাগুড়ির রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা সামনে আসছে। আর তাতে নাম জড়াচ্ছে রাজনৈতিক নেতাদের। জলপাইগুড়িতে এই ধরনের ঘটনা ঘটার পরেই নাবালিকার মা থানায় অভিযোগ জানাতে বাধ্য হয় তৃণমূল সভাপতির বিরুদ্ধে। যদিও এখনও অধরা রয়েছেন অভিযুক্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার মা পঞ্চায়েতের ঘর দাবি করায় ঘরের বদলে টাকা চেয়েছিল তৃণমূল নেতা। আর সেই টাকা না দেওয়ার কারণে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেন তৃণমূল বুথ সভাপতি।