শাসক দলের জনপ্রতিনিধি হয়েও অভাবের তাড়না! অগত্যা কাজ দরকার। তাই কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিলেন তৃণমূল কংগ্রেস জনপ্রতিনিধি। স্যোশাল মিডিয়ায় লাইভ করেন তিনি। এতে তুমুল শোরগোল আলিপুরদুয়ার (Alipurduar) সহ রাজ্য জুড়ে।
আলিপুরদুয়ারের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস জনপ্রতিনিধি অমিত ভট্টাচার্য রাজ্য ছেড়ে চলে গেলেন। কারণ তিনি দলের অন্যান্য নেতাদের মতো গুছিয়ে নিতে পারেননি।
এমএ পাশ অমিত গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হশ্রে জয়লাভ করেন। পরে তৃণমূলে যেগদান করেন। জানা যাচ্ছে, কোভিডের আগে তিনি একটি জিম চালিয়ে রেজগার করতেন। কিন্তু ওই ব্যবসা তেমন চলছে না। পরিবারের খরচ চালানো দায় হয়ে উঠেছে।
অমিতের অভিযোগ,অসুস্থ বাবার চিকিৎসাও করাতে পারছেন না তিনি। ওই পরিস্থিতিতে ভিন রাজ্যে কাজের খোঁজে চলে যাওয়া ছাড়া তার আর কোনো দ্বিতীয় পথ নেই।
অমিত নিজেকে একজন জনপ্রতিনিধি বলে দাবি করেন। বলেন লোকলজ্জায় তিনি কোনও কাজ জোটাতে পারছেন না। অভিযোগ, রাজ্য জুড়ে দলেরই জনপ্রতিনিধির পদে বসলেই পাকা বাড়ি, গাড়ি ও অন্যান্য ভাবে অর্থনৈতিক দিক দিয়ে ফুলেফেঁপে উঠেছে। তিনি জানান, কাজ দরকার তাই অন্য রাজ্যে যাচ্ছি।
বিব্রত তৃণমূল কংগ্রেস। অমিতের স্বীকারোক্তি রাজ্যের ভয়াবহ বেকার সমস্যার বিতর্ক আরও তুলে দিয়েছে। আপাতত নীরব টিএমসি।