একদিকে গরমের দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ, আর অন্যদিকে ঝড়ের তাণ্ডবে নাজেহাল উত্তরবঙ্গবাসী। কালবৈশাখী (Kalbaishakhi) ঝড়ে মৃত্যু বহু, আহত শতাধিক। গৃহহারা হয়েছেন বহু মানুষ লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা কোচবিহার শহর। ঘরবাড়ি হারিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন কয়েক হাজার মানুষ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে কালবৈশাখী ঝড়ের কারণে ভেঙে পড়েছে ৫ হাজারেরও বেশি বাড়ি। উড়ে গিয়েছে বহু বাড়ির ছাদ। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। উপরে উঠেছে বড় বড় গাছ। প্রাণ বাঁচাতে পালিয়েছে অনেকে। আবার অনেকে চাপা পড়ে মারা গিয়েছে। ঝড়ের কারণে ঘুঘুমারি ও মোয়ামারিতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক।
ঝড়ের পরে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও দগদগে রয়েছে সেই ছবি। সারি সারি হয়ে পড়ে রয়েছে ভাঙা বাড়ি। ভেঙে পড়ে রয়েছে খাট বিছানা, বইপত্র। উঁকি মারছে ঘরের আসবাবপত্র। যারা ঝড়ের কারণে প্রাণ বাঁচাতে চলে গিয়েছিল বাড়ি ফিরে এসে দেখছে আদৌ কিছু অবশিষ্ট আছে কিনা। বিস্তীর্ণ এলাকাজুড়ে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুতের পরিষেবা। কারণ একাধিক জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি।
স্থানীয় প্রশাসনের তরফে শুকনো খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও ত্রাণশিবিরে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সরকারের তরফে এখনও কোনও ক্ষতিপূরণের ঘোষণা করা হয়নি। এমনকি স্থানীয় প্রশাসনের তরফে ত্রিপল বিলি করা হয়েছে, মাথা গোঁজার আশ্রয়টুকু জন্য। এখন প্রশ্ন উঠছে প্রাকৃতিক দুর্যোগের পর কবে স্বাভাবিক হবে পরিস্থিতি। তবে ত্রাণ নিয়ে শাসক তৃণমূল ও বিরোধী দল বিজেপির বিধায়কদের বিরুদ্ধে জনতার ক্ষোভ তুঙ্গে।