King Cobra: বিশাল শঙ্খচূড় চলে এসেছিল, তারপর শুরু সাপে-মানুষে টানাটানি

ওই দেখা যায় লেজ, কালো কুচকুচে। জনবসতি এলাকায় একটি কালভার্টের নীচ থেকে উদ্ধার বিশালাকার শঙ্খচূড় (King Cobra)। এর পর শুরু সাপে মানুষে টানাটানি। রবিবার জলপাইগুড়ির…

King Cobra: বিশাল শঙ্খচূড় চলে এসেছিল, তারপর শুরু সাপে-মানুষে টানাটানি

ওই দেখা যায় লেজ, কালো কুচকুচে। জনবসতি এলাকায় একটি কালভার্টের নীচ থেকে উদ্ধার বিশালাকার শঙ্খচূড় (King Cobra)। এর পর শুরু সাপে মানুষে টানাটানি। রবিবার জলপাইগুড়ির চালসা মঙ্গলবাড়ি বস্তি এলাকার কাস্তুপাড়া থেকে ওই সাপকে উদ্ধার করেন চালসার সর্পপ্রেমী দিবস রাই।

জানা গিয়েছে রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা একটি শঙ্কচূড়কে কালভার্টের নিচে দেখতে পায়। এরপরে হই হই রব শুরু হয় গোটা এলাকা জুড়ে। কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় সর্পপ্রেমী দিবসকে।খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় হয় বহু মানুষের। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় দিবসের চেষ্টায় উদ্ধার করা হয় সাপটি। জানা গিয়েছে সেটি বনদফতরের হাতে তুলে দেওয়া হবে।

১২ ফুটের সাপটিকে দেখে রীতিমতো ভীত ও সন্ত্রস্ত হয়ে ওঠে এলাকার মানুষজন। এর আগেও ওই এলাকা থেকে একাধিকবার বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে। এবার ফের এই বিশাল সাপটিকে দেখে আতঙ্কে এলাকাবাসী।

Advertisements

এলাকাবাসীদের দাবি, ছোট ছোট বাচ্চারা এই এলাকায় খেলাধুলা করে। এমনই যদি চলতে থাকে তাহলে বিষাক্ত সাপের কারণে যে কোনও সময় বহু মানুষের প্রাণ হারাতে পারে। তাই তারা নিরাপত্তার দাবিও জানিয়েছে।