North Bengal: বর্ষ শুরুতে পর্যটকদের চমকে উত্তরে দেখা মিলল রয়্যাল বেঙ্গলের

আলিপুরদুয়ার: চলছে ছুটির মরশুম৷ উত্তরবঙ্গে ঢল নেমেছে পর্যটকদের৷ এরই মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল এবার পাহাড়ে৷ গত বৃহস্পতিবারের পর বছরের শেষ দিন অর্থাৎ রবিবারও বনদফতরের ক্যামরায় ধরা পড়ল একটি রয়্যাল বেঙ্গল টাইগার৷ বক্সায় বেড়াতে আসা পর্যটকদের উপরি পাওনা এই বাঘ৷ তাই তাকে দেখার ভিড় জমেছে৷

Advertisements

বনদফতর সূত্রে জানা গিয়েছে, ওই বাঘটির বয়স আনুমানিক ৪ বছর৷ নতুন বছরের শুরুতে জয়ন্তী-বক্সা এলাকায় থাকে পর্যটকদের ভিড়৷ তারই মধ্যে বাঘের দেখা মেলায় পর্যটকদের মধ্যে উৎসাহ বেড়ে গিয়েছে৷ রাজ্য বনদফতরের পিসিসিএফ দেবল রায় জানান, বৃহস্পতিবারের পর রবিবার দিনের বেলায় ক্যামেরায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ে৷

   

বাঘের গতিবিধি নজরে আসতেই অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে বনদফতরের আধিকারিকেরা। জঙ্গলের ভিতরে যত্রতত্র পর্যটকদের না দাঁড়ানো, বাইক নিয়ে জঙ্গলে প্রবেশ না করা, স্থানীয় বনবস্তির বাসিন্দাদের গবাদি পশু নিয়ে জঙ্গলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা৷

বনদফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা৷ বাঘের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ভুটিয়াবস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তির বাসিন্দাদের পুনর্বাসন দিয়ে অন্যত্র সরানোর উদ্যোগ নিয়েছে বনদফতর৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে এসেছিলেন৷ সেই সময় বনদফতরের আধিকারিকদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন ওই দুটি বনবস্তি স্থানান্তরিতর৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements