‘কারখানা নেই, ফসল নেই’— সিঙ্গুরে ফের টাটাদের প্রসঙ্গ তুললেন শুভেন্দু

সিঙ্গুরে ন্যায্য মূল্যে আলুর দাম না মেলায় কৃষকদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikary)। বুধবার আন্দোলন মঞ্চ থেকে শাসক দলকে…

BJP Takes to the Streets Against Corruption; Suvendu Leads Vijay Sankalp Yatra"

সিঙ্গুরে ন্যায্য মূল্যে আলুর দাম না মেলায় কৃষকদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikary)। বুধবার আন্দোলন মঞ্চ থেকে শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি। সিঙ্গুরের পরিস্থিতি উল্লেখ করে ফের তুললেন টাটাদের কারখানার প্রসঙ্গ। তাঁর বক্তব্যে ক্ষোভের সুর—’কারখানা হয়নি, ফসল হয়নি, মাছ চাষও হয়নি। এদিকে টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। শুধু কারখানা নয়, নষ্ট হয়েছে জমি।’

Advertisements

শুভেন্দুর অভিযোগ, সিঙ্গুর-সহ রাজ্যের বহু কৃষক কেন্দ্রের পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না রাজ্য সরকারের গাফিলতিতে। তিনি দাবি করেন, ‘ভারতে মোদী সরকার ১৫ কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষান সম্মান নিধি দেয়। এই রাজ্যে ৫০ লক্ষ পরিবার পাচ্ছেন, কেন ৮৩ লক্ষ পরিবার পাবে না। দেবে না আসলে। ৩৩ লক্ষকে দেবে না তাই তালিকাই পাঠাচ্ছে না, রেকর্ড দিতে চাইছে না। অধিকাংশ হিন্দু পরিবার তাই এই যোজনা থেকে বঞ্চিত তাঁরা এই রাজ্যে।’

   

তিনি আরও অভিযোগ তোলেন, ভাগচাষিদের রেকর্ড রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের ভূমিকা তুলে ধরে জানান, মোদী সরকার বছরে ৩৭ হাজার কোটি টাকা সারে ভর্তুকি দিচ্ছেন, যা বাংলার কৃষকদের কাছে পৌঁছনো কঠিন হয়ে পড়েছে। শুভেন্দুর বক্তব্য, ‘কালীপুজো গেলেই আলুর সিজন শুরু হবে চাষে। ১২০০ টাকা সার ২৫০০ টাকা হবে। তখন বেচারাম মান্নারও দেখা নেই, মমতারও টিকি নেই। এদের দুটো টার্গেট, মুসলিমদের ঠিক রাখো, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের ঢোকাও আরও এবং ভাতা দিয়ে দাও ভোটের আগে।’

আলুর দাম নিয়ে তাঁর দাবি, ‘পূর্ব বর্ধমান, মেদিনীপুর, হাওড়ার অংশ সাবসিটি মূল্যে ১৫টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে। এই দাবিতে আপনারা আন্দোলন তীব্র করুন। না মানলে কৃষকরা সার্কুলার নিয়ে আদালতে যান। ১৫ টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে, এই দাবিতে আন্দোলন তীব্র করতে হবে।’