HomeBharatপ্যান কার্ড করতে গেলে আর লাগবে না আধার, জেনে নিন নয়া নিয়ম

প্যান কার্ড করতে গেলে আর লাগবে না আধার, জেনে নিন নয়া নিয়ম

- Advertisement -

ভারতীয় নাগরিক হিসেবে পরিচয়পত্র হিসেবে অন্যতম হল আধার কার্ড(Aadhar Card)৷ যে কোনও সরকারি কাজেই আধার কার্ড ছাড়া সেই কাজ এতেবারেই সম্ভব হয়ে ওঠেনা৷ বিশেষ করে আজকাল কার দিনে প্যান কার্ড(Aadhar Card)করতে গেলে দরকার পরে আধারের৷ কিন্তু আজ থেকেই বদলে গেল সেই নিয়ম৷

বিষয়টি শুনে অনেকেই চমকে উঠলেও এটাই সত্যি৷ কারণ আয়কর দপ্তরের নতুন নিয়ম অনুসারে, প্যান কার্ডের দুর্নীতি ঠেকাতে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যুক্ত থাকা আর বাধ্যতামূলক নয়৷  এমনকি যারা বছরে অনেক টাকা আয়কর দেন তারাও এই নিয়ম মেনে চলতে পারেন। বিভিন্ন করের ক্ষেত্রে যেমনভাবে টিডিএস কাটা হত এবারেও সেটাই থাকছে।

   

বিশেষ করে সাধারণ মানুষদের কাছ সাইবার প্রতারণা হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷
বর্তমান সময়ে আধার কার্ডের সঙ্গে প্রতিটি অ্যাকাউন্ট যুক্ত থাকে। তার সঙ্গে যুক্ত থাকে প্যান কার্ডও। তাই প্যান কার্ডকে যদি আলাদাভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয় তবে সাইবার প্রতারকরা অনেকটাই পিছিয়ে পড়বে বলেই মনে করছে আয়কর বিভাগ।

বিশেষজ্ঞদের মতে,সমস্ত মানুষের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে যাতে সুরক্ষিত থাকে সেজন্য এই ব্যবস্থা নিয়েছে আয়কর বিভাগ।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular