Home West Bengal ময়নার যুবকের শরীরে ‘নিপা ভাইরাস’! জেলা জুড়ে আতঙ্ক

ময়নার যুবকের শরীরে ‘নিপা ভাইরাস’! জেলা জুড়ে আতঙ্ক

Nipah virus West Bengal

মেদিনীপুর ও কলকাতা: রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস ‘নিপা’ (Nipah Virus)। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে দু’জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাসিন্দা। ওই যুবকের শরীরে নিপা সংক্রমণের হদিস মিলতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও নজরদারিতে রাখা হচ্ছে সংস্পর্শে আসা ব্যক্তিদের।

Advertisements

কর্মস্থল থেকে সংক্রমণের আশঙ্কা

আক্রান্ত যুবক পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামের বাসিন্দা। তবে কর্মসূত্রে তিনি উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে পুরুষ নার্স হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন আগে ওই যুবক প্রবল জ্বরে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন এবং তাঁর সহকর্মীদের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। রক্ত পরীক্ষায় নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়তেই কান্নায় ভেঙে পড়েছে যুবকের পরিবার।

   

আতঙ্কিত হওয়ার কারণ নেই: জেলা স্বাস্থ্য দফতর

এই ঘটনা প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাক্তার বিভাস রায় সংবাদমাধ্যমকে জানান, আক্রান্তের বাড়ি এই জেলায় হলেও তিনি বিগত বেশ কিছুদিন ধরে ময়নায় ফেরেননি। অর্থাৎ, সংক্রমণের সময় তিনি নিজের কর্মক্ষেত্রেই ছিলেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কথায়, “আক্রান্ত নার্স যেহেতু জেলায় আসেননি, তাই তাঁর মাধ্যমে স্থানীয় স্তরে সংক্রমণ ছড়ানোর ভয় নেই। এমনকি তাঁর সংস্পর্শে আসার মতো কোনো ব্যক্তি এখানে নেই।” প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কর্মক্ষেত্রেই কোনো রোগীর সংস্পর্শে এসে অথবা অন্য কোনো উপায়ে তিনি সংক্রমিত হয়েছেন।

সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য নির্দেশিকা

নিপা ভাইরাসের সংক্রমণ মূলত বাদুড় বা শূকরের লালারস থেকে ছড়ায়। এই মারণ রোগ প্রতিরোধে একগুচ্ছ সতর্কবার্তা দিয়েছেন ডাক্তার বিভাস রায়-

কাঁচা রস পানে নিষেধাজ্ঞা: খেজুরের কাঁচা রস কোনোভাবেই পান করা যাবে না। কারণ, বাদুড় এই রসে মুখ দিলে তার লালা থেকে সংক্রমণ ছড়ানোর প্রবল সম্ভাবনা থাকে।

ফলমূল ব্যবহারে সতর্কতা: গাছ থেকে পড়া বা পাখি ও বাদুড়ে খাওয়া ফল স্পর্শ করা বা খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। বাজার থেকে কেনা ফলও খুব ভালো করে ধুয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জ্বাল দেওয়া রস নিরাপদ: চিকিৎসক জানিয়েছেন, খেজুরের রস জ্বাল দিয়ে গুড় বানিয়ে খেলে সংক্রমণের কোনো আশঙ্কা থাকে না।

রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই বারাসাত ও ময়না, উভয় এলাকাতেই নজরদারি শুরু করেছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

West Bengal: Two Nipah virus cases confirmed in West Bengal, including a youth from East Midnapore working in Barasat. CMOH confirms the infection likely occurred at his workplace. Health officials advise monitoring contacts while urging public calm. Stay safe.

Advertisements