নিপা আতঙ্কে বাংলা! বারাসাতে আক্রান্ত দুই, মুখ্যমন্ত্রীকে ফোন স্বাস্থ্যমন্ত্রী নাড্ডার

Nipah virus alert in West Bengal

কলকাতা: রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াল প্রাণঘাতী নিপা ভাইরাস। সোমবার আধিকারিকরা জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন দুই ব্যক্তির শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। নিপা ভাইরাসের উচ্চ মৃত্যুহার এবং দ্রুত সংক্রমণের ক্ষমতার কথা মাথায় রেখে পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সাথে মোকাবিলা করছে প্রশাসন।

Advertisements

প্রশাসনিক তৎপরতা ও কেন্দ্রের হস্তক্ষেপ

সোমবার সকালে রাজ্য সরকারের একটি বিশেষ প্রতিনিধি দল বারাসাত হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং স্বাস্থ্য সচিবের সাথে জরুরি বৈঠক করেছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্যে পাঠানো হয়েছে একটি ‘ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম’।

   

এই বিশেষজ্ঞ দলে রয়েছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV), পুনে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড পাবলিক হাইজিন, কলকাতা। এইমস (AIIMS) কল্যাণী। কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের বন্যপ্রাণী বিভাগ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে জেপি নাড্ডার ফোন Nipah virus alert in West Bengal

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ফোনেও তাঁদের মধ্যে কথা হয়েছে। রাজ্য সরকারকে কারিগরি সাহায্য, লজিস্টিক সাপোর্ট এবং ল্যাবরেটরি পরীক্ষার জন্য সব ধরণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাচ্ছে কেন্দ্র। দিল্লির ‘ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’ (NCDC)-এ বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কন্ট্যাক্ট ট্রেসিং ও নজরদারি

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, নিপা আক্রান্তদের সংস্পর্শে কারা কারা এসেছেন, তা খুঁজে বের করতে (Contact Tracing) কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তদের উপযুক্ত চিকিৎসার পাশাপাশি আইসোলেশন ও সংক্রমণ প্রতিরোধের ওপর জোর দেওয়া হচ্ছে।

সাধারণ মানুষের জন্য বিশেষ সতর্কতা

নিপা ভাইরাস মূলত বাদুড় থেকে মানুষের শরীরে ছড়ায়। তাই সাধারণ মানুষকে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে-

  • আংশিক খাওয়া ফল এড়িয়ে চলুন: বাদুড় বা অন্য কোনো প্রাণীর কামড়ানো বা খাওয়া ফল ভুল করেও খাবেন না।
  • কাঁচা খেজুরের রস বর্জন: খেজুরের রসের হাঁড়িতে বাদুড় মুখ দেওয়ার সম্ভাবনা থাকে, তাই শীতকালে কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকুন।
  • সাবান দিয়ে হাত ধোওয়া: নিয়মিত হাত ধোওয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। 

 

West Bengal: Nipah virus alert in West Bengal: Two cases detected at Barasat Hospital. The Centre deploys a national expert team (NIV, AIIMS) to assist the State. Union Minister JP Nadda assures CM Mamata Banerjee of full support. Read containment steps here.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements