মালদা (Malda) বিস্ফোরণ মামলায় এবার এনআইএ তদন্তের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দায়ের হল জনস্বার্থ মামলা । জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়। মঙ্গলবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি সেলের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় ।
এদিকে এই মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায় জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেয়। দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।
উল্লেখ্য, রবিবার বিকেলে নাগাদ কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির গোপালনগর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে আমবাগানে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় পাঁচ শিশু। তাঁরা হল পল্টু সাহা, মিঠুন সাহা আবদুর রাহান, শুভজিৎ সাহা এবং বিক্রম সাহা। তাঁদের চিকিৎসা চলছে কালিয়াচক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।