Marriage Registration: পৌষ মাসে সাড়ে সর্বনাশ, রাজ্যে আইনি বিয়ে বন্ধ

বিয়ে মানেই তো শুধু সামাজিক বিয়ে নয়, আইনি মতে রেজিস্ট্রি বিয়ে (Registry Marriage) হতেই হবে। পৌষ মাসে সাড়ে সর্বনাশ! রাজ্যে আইনি বিয়ে বন্ধ। ২ জানুয়ারি…

Marriage Registration: পৌষ মাসে সাড়ে সর্বনাশ, রাজ্যে আইনি বিয়ে বন্ধ

বিয়ে মানেই তো শুধু সামাজিক বিয়ে নয়, আইনি মতে রেজিস্ট্রি বিয়ে (Registry Marriage) হতেই হবে। পৌষ মাসে সাড়ে সর্বনাশ! রাজ্যে আইনি বিয়ে বন্ধ। ২ জানুয়ারি থেকে ৫ তারিখ পর্যন্ত রেজিস্ট্রি বিয়েও বন্ধ করার মর্মে নোটিস জারি করা হল।

নতুন বছরের দ্বিতীয় দিন মঙ্গলবার থেকে রাজ্যে বন্ধ থাকবে আইনত বিয়ে। এমনই বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেলের অফিস। আগামী চারদিন রাজ্যে হবেনা কোনও রকমের রেজিস্ট্রি ম্যারেজ।

   

সূত্রের খবর, পোর্টাল বন্ধ হওয়ার নির্ধারিত দিনের মাত্র ৩ দিন আগে এই সংক্রান্ত নোটিস জারি করা হয়। অনেকের এই আইনি গাঁটছড়া বাঁধার ব্যাপারে সমস্ত প্রস্তুতি সারা হয়েছিল, তাই সরকারের এই সিদ্ধান্তে বিপদে হবু বর বউরা।

২০১৯ থেকে অনলাইনে এরাজ্যে আইনি বিয়ে নথিভুক্ত করার কাজ শুরু হয়। ২০২২ সালের ১ নভেম্বর থেকে রেজিস্ট্রি ম্যারেজের জন্য বায়োমেট্রিক যাচাই করার ব্যবস্থা শুরু হয়। এই বায়োমেট্রিক পদ্ধতির কারণে অনেক ক্ষেত্রেই বর-কনের, এমনকি আধিকারিকদের আঙুলের ছাপ না মেলায় নির্দিষ্ট দিনে বিয়ের রেজিস্ট্রেশন ঠিক করে হয়না। এই সমস্যা এড়াতে পোর্টালের রক্ষণাবেক্ষণ প্রয়োজন।  তারজন্যই আগামী চারদিন রেজিস্ট্রি ম্যারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেলের অফিস।

Advertisements

এই চারদিনে হাজার খানেকেরও বেশি রেজিস্ট্রি ম্যারেজের আবেদন জমা পড়েছিল সবটাই স্থগিত রাখা হয়েছে বলেই জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে। এই কয়েকদিনে নতুন করে আপাতত কোনও আবেদন প্রসেস করতে বারণ করা হয়েছে ম্যারেজ রেজিষ্টারদের। মূলত পোর্টালের রক্ষণাবেক্ষণের জন্যই এই সিদ্ধান্ত। নবান্ন সূত্রে খবর, ৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। তারপর পরিষেবা স্বাভাবিক হবে।

আইন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ২০১৯ সাল থেকে পোর্টালের মাধ্যমে বাংলায় বিবাহ নিবন্ধন চালু হওয়ার পর বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিত, যে কারণে মাঝে মাঝে প্রায় তিন থেকে চার ঘণ্টার জন্য পোর্টাল বন্ধ থাকার নজির রয়েছে। তবে চার দিনের বন্ধ থাকার এমন ঘটনা আগে ঘটেনি।