কলকাতা: মেলা-খেলা, অনুদান-প্রকল্প সবই হয়, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালাওয়েন্স) দেওয়ার সময়েই ‘পয়সা নেই’! সরকারি কর্মচারীরা হাপিত্যেশ করে বসে আছেন, মূল্যবৃদ্ধির বাজারে ‘হকের পাওনা’ টুকু পেলে খানিক স্বস্তি হয়। তবে এবার সম্ভবত আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।
১১ সেপ্টেম্বরের পরিবর্তে মাসের প্রথমদিনেই ডিএ (DA) সংক্রান্ত মামলার শুনানি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) ওয়েবসাইট অনুযায়ী আগামী সোমবার কোর্টে ডিএ মামলা উঠতে পারে। বৃহস্পতিবার রাতের মধ্যে বিষয়টি স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার তারিখ ১১ থেকে ১ সেপ্টেম্বর হওয়ায় আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এবারে হয়ত ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বকেয়া ডিএ-এর ২৫% অবশ্যই পাচ্ছেন বলে আশাবাদী তাঁরা।
উল্লেখ্য, চলতি সপ্তাহের মঙ্গলবার ফের পিছিয়ে যায় ডিএ মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে মামলাকারীদের একজন উপস্থিত না থাকার কারনেই শুনানি পিছিয়ে যায় বলে মোট প্রকাশ করেছিলেন আইনজীবীদের একাংশ। রাজ্য সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছিলেন, আদালতকে মামলাটি ১০ সেপ্টেম্বরের পর শোনার জন্য আর্জি দেওয়া হয়েছিল এবং তা শীর্ষ আদালত মঞ্জুর করেছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার দাবী জানিয়ে মামলা দায়ের করেছিল রাজ্য সরকারের কর্মচারীরা। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (এসএটি) ও কলকাতা হাই কোর্টে মামলা শুরু হয়, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টে ওঠে। ২০২২ সালে কলকাতা হাই কোর্ট সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল, যেখানে বলা হয়েছিল, রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় হারের ডিএ পাওয়ার যোগ্য। কিন্তু রাজ্য সরকার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।