অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর আগে এসেছিল রহস্যজনক গাড়ি

কাশীপুরের বিজেপি যুবনেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় এবার এলো চাঞ্চল্যকর তথ্য। মৃত অর্জুনের বড়দাদা আনন্দ চৌরাসিয়ার দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিল একটি গাড়ি। পরিবারের দাবি, সন্দেহজনক ওই গাড়ি থেকে একজনকে নামতে এখা যায়। আরও অভিযোগ, অর্জুনের ওপর আগে থেকে নজরদারি রাখা হচ্ছিল।

কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরে কাশীপুরে রেল কলোনির একটি পরিত্যক্ত ঘর থেকে বিজেপির যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ উদ্ধার হয়। বিজেপি নেতার রহস্যমৃত্যুর কারণ কী? তা নিয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে।

   

যদিও প্রাথমিকভাবে খুনের অভিযোগ নিয়েই সন্দেহ। কিন্তু বিজেপি অনড় তাদের দাবিতে।

মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে, রাত ৮ টা নাগাদ বাড়ি ফিরেছিল অর্জুন। তারপরেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। গাড়িতে করে কারা এসেছিল তা নিয়ে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। তদন্তে পুলিশের ওপর আস্থা রাখছে পরিবার।

বিজেপির যুবনেতার মৃত্যুর কারণ কী তা জানতে এলাকাবাসীর বয়ান রেকর্ড করা হচ্ছে। অর্জুনের বাড়ির বাইরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রয়েছে পুলিশের নজরদারি। ঘটনার আগে কাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল অর্জুন তার জন্য ফোন কলের লিস্ট খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আলিপুরের কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে অর্জুনের দেহের। উপস্থিত ছিলেন কল্যাণী এইমস হাসপাতালের চিকিৎসকরা। সেখান থেকে বিজেপির রাজ্য দফতরে নিয়ে যাওয়া অর্জুনের দেহ। সেখান থেকে পরিবারে কাছে নিয়ে যাওয়ার পর অর্জুনের দেহ। এরপর হয় শেষকৃত্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআই তদন্ত চেয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন