নতুন বাস পারমিট, স্বস্তির নিশ্বাস নিত্যযাত্রীদের

হাওড়া (Howrah) জেলার যাত্রীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে বাস সংকটে ভোগা যাত্রীদের কথা মাথায় রেখে অবশেষে পদক্ষেপ নিল হাওড়া জেলাশাসকের অফিসের মোটর ভেহিকেলস শাখা। সম্প্রতি…

"Special Bus Services from Eden Gardens on IPL Match Days to Ease Commuting for Fans"

হাওড়া (Howrah) জেলার যাত্রীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে বাস সংকটে ভোগা যাত্রীদের কথা মাথায় রেখে অবশেষে পদক্ষেপ নিল হাওড়া জেলাশাসকের অফিসের মোটর ভেহিকেলস শাখা। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, হাওড়ার ৮২, ৮৩, ৭৯, ৬ এবং ৬এ নম্বর রুটে নতুন বাসের পারমিট দেওয়া হবে। তার মধ্যে ৮২ ও ৮৩ নম্বর রুটে ৩০টি করে বাসের পারমিট বরাদ্দ করা হয়েছে।

এই দুই গুরুত্বপূর্ণ রুটে বাস চলে বটানিক গার্ডেনের ১ নম্বর গেট থেকে বালি হল্ট পর্যন্ত। যদিও রুটদুটি আলাদা পথ ধরে চলে, তবে যাত্রীরা এই রুটগুলিকে দীর্ঘদিন ধরেই ব্যবহার করে থাকেন, বিশেষ করে বেলুড় মঠ বা বটানিক গার্ডেনে যাওয়ার জন্য।

   

৮২ নম্বর রুটের বিস্তারিত পথ:
এই রুটের বাস বটানিক গার্ডেন ১ নম্বর গেট থেকে যাত্রা শুরু করে আমতলা আউট পোস্ট, ক্যারি রোড, হাওড়া ইনডোর স্টেডিয়াম, টিকিয়াপাড়া, বেলগাছিয়া মোড়, সালকিয়া চৌরাস্তা, বেলুড় মঠ হয়ে জেএন মুখার্জি রোড ধরে হাওড়া স্টেশন, ময়দান ও ইছাপুর হয়ে ফের বটানিক গার্ডেনে ফিরে আসে।

৮৩ নম্বর রুটের বিস্তারিত পথ:
বি গার্ডেন ১ নম্বর গেট থেকে শুরু হয়ে বাসটি যায় ব্যাতাইতলা আউট পোস্ট, কাজীপাড়া, হাওড়া ময়দান, পিলখানা, সালকিয়া চৌরাস্তা, বেলুড় মঠ, লালাবাবু সায়ের রোড, জি ঘোষ রোড, বাঁধাঘাট, গোলাবাড়ি, বঙ্কিম রোড, ফোরশোর রোড ও কাজীপাড়া হয়ে বি গার্ডেন ১ নম্বর গেটে ফিরে আসে।

বালি হল্ট স্টেশনে নামা যাত্রীরা বটানিক গার্ডেন বা বেলুড় মঠে যাওয়ার জন্য মূলত এই দুই রুটের ওপরই নির্ভরশীল।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৭৯ নম্বর রুটে বাস চলত আলমপুর থেকে বালি হল্ট পর্যন্ত। পরে তা ডানলপ ও পাঁচলা পর্যন্ত সম্প্রসারিত হয়।
৬ নম্বর রুটে বাস চলে বটানিক গার্ডেন থেকে ধর্মতলা পর্যন্ত। পথের মধ্যে পড়ে হাওড়া স্টেশন, ব্র্যাবোর্ন রোড এবং মিশন রোড।
৬এ রুটের বাস চলে দানেশ শেখ লেন থেকে ধর্মতলা পর্যন্ত, শিবপুর, হাওড়া স্টেশন, ব্র্যাবোর্ন রোড ও মিশন রোড হয়ে।

Advertisements

পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বটানিক গার্ডেন ঘুরতে আসা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সেইসঙ্গে এই রুটে চলাচলকারী বাসের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীরা বিপাকে পড়ছেন। নিত্যযাত্রীরাও দুর্ভোগের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতায়াতের সুবিধার্থে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

হাওড়ার আরও কিছু রুট যেখানে বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, সেখানেও নতুন করে পারমিট দেওয়া হবে। পাশাপাশি যারা নিয়মিত বাস চালাবে না, তাদের পারমিট বাতিল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

গত কয়েক বছরে টোটো এবং অটোর বাড়বাড়ন্তের ফলে রাস্তায় বাসের সংখ্যা কমে গিয়েছে। এতে যেমন যাতায়াতের খরচ বেড়েছে, তেমনই যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

এই প্রেক্ষাপটে পরিবহণ দপ্তরের নতুন বাস পারমিট দেওয়ার সিদ্ধান্ত যাত্রীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক বলে মনে করছেন নিত্যযাত্রীরা। ইতিমধ্যে বাস মালিকদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

পর্যাপ্ত বাস পরিষেবা থাকলে শুধু সাধারণ যাত্রী নয়, শহরের পর্যটন কেন্দ্রগুলিও উপকৃত হবে। হাওড়ার এই নতুন বাস পারমিট প্রকল্প সেই দিকেই এক বড় পদক্ষেপ।