আরজি কর কাণ্ডের আবহে ফের শহরে শ্লীলতাহানির অভিযোগ

শঙ্কর দাস,বালুরঘাট: আরজিকর কাণ্ডের বিচার এখনও মিললো না। এরই মধ্যে সরকারি আরেক হাসপাতালে বহিরাগত দ্বারা মহিলার শ্লীলতাহানীর ঘটনা। নির্যাতিতা মহিলা খোদ হাসপাতালেরই স্বাস্থ্য কর্মীর। এক্ষেত্রেও…

short-samachar

শঙ্কর দাস,বালুরঘাট: আরজিকর কাণ্ডের বিচার এখনও মিললো না। এরই মধ্যে সরকারি আরেক হাসপাতালে বহিরাগত দ্বারা মহিলার শ্লীলতাহানীর ঘটনা। নির্যাতিতা মহিলা খোদ হাসপাতালেরই স্বাস্থ্য কর্মীর। এক্ষেত্রেও অভিযুক্ত একজন বহিরাগত। খোদ সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি বিভাগে বহিরাগত ঢুকে ইসিজি করানোর নামে ওই আশাকর্মীর শ্লীলতাহানীর সাহস পেল তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

   

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লক হাসপাতালে। অভিযুক্তর বিরুদ্ধে থানায় এফআইআর করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক।

সোমবার কুশমন্ডি ব্লক হাসপাতালে কর্মরত এক আশাকর্মী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের বিএমওএইচ তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর ইসিজির পরামর্শ দেন। সোমবার হাসপাতালের ইসিজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মহিলাকর্মী ছুটিতে থাকায় তিনি তা বাইরে থেকে করাতে যান। সেই সময় জাফরুল ইসলাম নামের একজন হাসপাতালেই বিনামূল্যে ইসিজি করিয়ে দেওয়া হবে ফোন করে তাঁকে ডেকে আনেন। সেখানে ইসিজি করানোর নামে ওই ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হতেই আশাকর্মী সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায় অভিযুক্ত জাফরুল ইসলাম একজন বহিরাগত। তিনি হাসপাতালের কেউ নন। কি করে ইসিজির মত গুরুত্বপূর্ণ বিভাগে ঢুকে পড়লো তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আশাকর্মীদের তরফে বিএমওএইচের নিকট ডেপুটেশনও দেওয়া হয়েছে।

দক্ষিণ দিনাজপুরের মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মঙ্গলবার ঘটনাটি ঘটলেও নির্যাতিতা তা এব্যাপারে মঙ্গলবার বিএমওএইচ’র নিকট অভিযোগ জানিয়েছেন। বিষয়টিতে অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে কুশমন্ডি থানায় এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। কোন ভাবেই যাতে অভিযুক্ত রেহাই না পান সেব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।