চরম দুঃসংবাদ, দুর্গাপুজোর আগে ভ্রমণপ্রেমীরা এই খবর আগে পড়ুন

পুজোর বাকি আর মাত্র মাস দু’য়েকের সামান্য বেশি। অনেকেই পুজোর ছুটিতে ঘুরতে যান। পরিকল্পনাও প্রায় পাকা। হয়তো গন্তব্যে যাওয়ার টিকিট কাটাও হয়ে গিয়েছে। ভেবেছেন, এবার…

nbstc close puja package tour 2024, চলতি বছর পুজোয় প্যাকেজ ট্যুর বন্ধ করতে চলেছে রাজ্য সরকারের পরিবহণ সংস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম

পুজোর বাকি আর মাত্র মাস দু’য়েকের সামান্য বেশি। অনেকেই পুজোর ছুটিতে ঘুরতে যান। পরিকল্পনাও প্রায় পাকা। হয়তো গন্তব্যে যাওয়ার টিকিট কাটাও হয়ে গিয়েছে। ভেবেছেন, এবার উত্তরবঙ্গে ঘুরতে যাবেন পুজোর ছুটিতে। ঘুরবেন এনবিএসটিসি পুজো প্যাকেজে বুকিং করে। কিন্তু, সে গুড়ে বালি!

চলতি বছর পুজোয় প্যাকেজ ট্যুর বন্ধ করতে চলেছে রাজ্য সরকারের পরিবহণ সংস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)। কর্মী সংখ্যা কমে যাওয়ার ফলেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

   

বিগত বেশ কয়েক বছর ধরে পুজোর সময়ে প্যাকেজ ট্যুর চালাচ্ছিল এনবিএসটিসি। উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছিল সরকারি এই পরিবহণ সংস্থাটি। মূলত তাঁদের লক্ষ্য ছিল কলকাতা ও দক্ষিণবঙ্গে পর্যটকরা। ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছিল এনবিএসটিসি পুজো প্যাকেজে। লাভও হচ্ছিল।

দুর্গাপুজোয় রাজ্য সরকারের আনুমানিক খরচ ৩৬৫ কোটির বেশি

পর্যটকরা পুজোর অনেকে আগে থেকেই ঘুরতে যাওয়ার জন্য এনবিএসটিসি পুজো প্যাকেজে বুকিং করতেন। বাসে করে পর্যটন কেন্দ্র গুলিতে ঘোরানোর পাশাপাশি উত্তরবঙ্গে ঐতিহ্যবাহী দুর্গাপুজো প্যান্ডেলগুলিতেও ঘোরাত সংস্থাটি। জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার থেকে পাহার ডুয়ার্স ঘোরা যেত প্যাকেজে। প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল খাওয়া-দাওয়া।

আরও দরাজ মমতা, এবার দুর্গা পুজো অনুদান বেড়ে ৮৫ হাজার টাকা

কিন্তু, গত কয়েকবছরে কর্মী সংখ্যা কমছে এনবিএসটিসি-র। নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে না। গত বছর চরম কর্মী ঘাটতির মধ্যেও পর্যটকদের ইচ্ছেকে অগ্রাধিকার দিয়ে বেসরকারি এজেন্সির মাধ্যমে পুজোর প্যাকেজ ট্যুর চালু রেখেছিল এনবিএসটিসি। এবার আর বেসরকারি এজেন্সিকে দিয়ে পুজোর প্যাকেজ ট্যুর করতে চাইছে না সরকারি পরিবহণ সংস্থাটি। এসবিএসটিসির চেয়ারম্যান দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, যাঁরা ট্যুর প্যাকেজের ব্যবস্থা নিতেন তাঁরা অবসর নিয়েছে। তাই ট্যুর প্যাকেট চালানো মুশকিল হয়ে পড়ছে। পর্যটকদের নিরাশ হবেন জেনেও ট্যুর বন্ধ রাখছি।

২৬’র ভোট পাখির চোখ, দুর্গাপুজোয় ক্লাবে ক্লাবে বিপুল বরাদ্দ বাড়িয়ে কৌশলী পদক্ষেপ মমতার?