Nawsad Siddique: পুলিশের কাছে উপযুক্ত প্রমাণের জামিনে মুক্তি পেলেন নওশাদ

Nawsad Siddique

অবশেষে জামিন পেলেন ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। দীর্ঘ ৪০ দিন ধরে জেলে থাকার পর মুক্তি পেলেন নওশাদ। বৃহস্পতিবার নওশাদকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশকে মারধরের কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তাই পেয়েছেন নওশাদ। এমনটাই জানিয়েছেন মামলাকারীর আইনজীবী।

গত ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসের দিনে কলকাতায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আইএসএফ কর্মীদের। ঘটনায় নওশাদ সহ একাধিক আইএসএফ কর্মীদের গ্রেফতার করা হয়। দীর্ঘ সময়ে ধরে চলে আইনি লড়াই। পুলিশ নওশাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। সেই ঘটনার পর থেকে ৪০ দিন ধরে জেলে ছিলেন তিনি।

   

এরপর জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নওশাদ সিদ্দিকির আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হয় মামলার শুনানি। সেখানে পুলিশের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, নওশাদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। তার প্রমাণ কই? এমনকি তাঁর বক্তব্য আদালতে বসেই শোনেন বিচারপতি। উপযুক্ত প্রমাণ নেই পুলিশের কাছে। দেওয়ায় জামিনে মুক্তি পেলেন নওশাদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন