Nawsad Siddique: বামপন্থার ভেতরে RSS ঢুকে বসে আছে, স্পষ্ট জানালেন নওসাদ

Nawsad Siddique

ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াননি আইএসএফের নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique)। এর আগে সংযুক্ত মোর্চার জোটে বিধানসভা ভোটে লড়াই করে ভাঙড় কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নওসাদ সিদ্দিকি। লোকসভা ভোটের অনেকে আগেই তিনি ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে লড়তে উৎসাহী তিনি। অন্যদিকে ১০ মার্চ ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।

জোত যে হবে না আগেই জানিয়েছিলেন নওসাদ সিদ্দিকি। এবার তিনি বামপন্থীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন। তাঁর মতে সর্ষের মধ্যেই ভূত ঢুকে বসে আছে। সিদ্দিকির কথায়, তৃণমূল বিজেপিকে সুবিধা করে দিতে বামপন্থীদের মধ্যে যেসব আরএসএস ঢুকে বসে আছে তারা জোটটা করতে দিল না।’

   

তিনি আরও বলেন, ‘বামপন্থার বিরুদ্ধে আমার লড়াই নয়। বামপন্থাকে সামনে রেখে যেসব আরএসএস ঘাপটি মেরে বসে আছে তাদের বিরুদ্ধে। দিনে বাম রাতে আরএসএস তাদের বিরুদ্ধে চরম লড়াই চলবে। ২০২১ সালে যদি জানতে পারতাম আলাদা চিন্তাভাবনা হত। যখন জানতে পারলাম বেশি সময় নষ্ট করিনি।’

জোট না হওয়ার করণে তৃণমূলের সঙ্গে আইএসএফের সেটিঙের কথা তুলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। টাকা নিয়ে নওসাদ সিদ্দিকি নাকি জোট করেননি বাম-কংগ্রেসের সঙ্গে এমন অভিযোগও সামনে এসেছে। তবে সিদ্দিকি সেইসব অভিযোগ উড়িয়ে দেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন