তৃণমূলের দিল্লি চলো অভিযানকে নাটক বলে কটাক্ষ করলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কোচবিহার স্টেশনে নেমেই সাংবাদিকদের সামনে এভাবেই তৃণমূলকে আক্রমণ শানালেন নওশাদ। তিনি বলেন, এই যে গোটা বাংলায় দুর্নীতি হয়েছে, সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যাদের অর্থ নেই কিন্তু মেধা আছে, ১০ লক্ষ ১৫ লক্ষ দিতে পারেনি বলে চাকরি পাচ্ছেন না। অথচ যারা যুক্তাক্ষর পড়তে পারছেন না তারা চাকরি পাচ্ছেন। এই সমস্ত দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে তৃণমূল। এটা থেকে বার হওয়ার জন্যে এবং ২০২৪ এর লোকসভাকে মাথায় রেখে এই নাটক করতে যাচ্ছে রাজ্যের শাসকদল।
পাশাপাশি তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেন। বলেন, কেন্দ্র যদি অনৈতিকভাবে রাজ্যের কোনো বকেয়া টাকা আটকে রাখে তবে তৃণমূল সুপ্রিম কোর্টে যাক, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে ইডি-সিবিআই-এর হাত থেকে বাঁচতে বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আর সাধারণ মানুষের জন্যে সুপ্রিমকোর্টে যেতে পারছেন না?
আগামী ২ অক্টোবর ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের কর্মসূচি। মূলত ১০০ দিনের টাকা ও আবাস যোজনার টাকার দাবি নিয়ে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সঙ্গে যাচ্ছেন বাংলার বহু জব কার্ড হোল্ডারও।বাংলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য একটি স্পেশাল ট্রেন চেয়ে আইআরসিটিসির কাছে আবেদন করেছিল তৃণমূল। কিন্তু সেই ট্রেন মেলেনি। এরপরই বাসে করে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে তাঁরা। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। যা নিয়ে সরগরম রাজ্যরাজনীতি।