জরুরি প্রস্তুতিতে নামছে দেশ! বুধে বাংলায় কোথায় কোথায় মহড়া?

কলকাতা: পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুতে ফের উত্তপ্ত উপমহাদেশ। ভারত-পাকিস্তান সম্পর্কে চরম টানাপড়েনের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সারা দেশে জরুরি…

Nationwide Emergency Drill

কলকাতা: পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুতে ফের উত্তপ্ত উপমহাদেশ। ভারত-পাকিস্তান সম্পর্কে চরম টানাপড়েনের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সারা দেশে জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ মহড়ার আয়োজন করা হচ্ছে। আগামী ৭ মে, বুধবার দেশের ২৪৪টি জেলায় একযোগে এই মহড়া অনুষ্ঠিত হবে। প্রস্তুতি চলবে গ্রামাঞ্চল থেকেও।

রাজ্যে মোট ৩১টি ‘মক ড্রিল’

রাজস্থান, গুজরাত, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় থাকবে বাড়তি তৎপরতা। একই সঙ্গে এই মহড়ায় অংশ নেবে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার বিভিন্ন প্রশাসনিক এলাকা। রাজ্যে মোট ৩১টি ‘মক ড্রিল’ পরিচালিত হবে বলে জানা গিয়েছে।

   

মহড়ার আওতায় কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, বালুরঘাট, রায়গঞ্জ, ইসলামপুর, আলিপুরদুয়ার, কালিম্পং, মেখলিগঞ্জ, মাথাভাঙা, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, খড়্গপুর, বার্নপুর-আসানসোল, ফরাক্কা, চিত্তরঞ্জন, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ৷ এই সমস্ত এলাকায় মহড়া চালানো হবে। তিনটি শ্রেণিতে ভাগ করে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে—ক্যাটেগরি ১, ২ এবং ৩ অনুযায়ী।

কারা কারা থাকছেন মহড়ায়? Nationwide Emergency Drill

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এই মহড়ায় অংশ নিতে হবে জেলার জেলাশাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকদের। অংশ নেবেন হোমগার্ড, সিভিল ডিফেন্স কর্মী, এনসিসি ক্যাডেট, নেহরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য এবং স্থানীয় স্কুল-কলেজের পড়ুয়ারাও।

মহড়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নাগরিক সতর্কতা ও সুরক্ষামূলক প্রস্তুতিতে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিমান হামলার সম্ভাবনায় কীভাবে সতর্কতা সাইরেন কার্যকর করা হবে, জরুরি পরিস্থিতিতে নাগরিকদের করণীয় কী, হঠাৎ ব্ল্যাকআউট হলে প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত এবং উদ্ধারকাজ কীভাবে দ্রুততার সঙ্গে শুরু করা যায়—তা নিয়েই মূলত এই মহড়া।

উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, গত সপ্তাহেই নৌসেনা ও বায়ুসেনা প্রধানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা সংক্রান্ত নানা কৌশলগত প্রস্তুতির মধ্যেই এই মহড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র। জঙ্গিদমন ও প্রয়োজনে প্রত্যাঘাতের কৌশল খতিয়ে দেখতেই এই প্রস্তুতি পর্ব বলে মত প্রতিরক্ষা মহলের।

স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনগুলিও ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে। একযোগে এতো বড়সড় মক ড্রিল কার্যত দেশে বিরল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

West Bengal: India to conduct nationwide emergency preparedness drill on May 7 across 244 districts following Pahalgam attack. Focus on citizen safety, air raid sirens, blackout response, and rescue operations. 31 drills planned in West Bengal.

Advertisements