বঙ্গ সফরে প্রধানমন্ত্রীর দিনবদল, মেট্রো উদ্বোধন ও জনসভা

চলতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নির্ধারিত বঙ্গ সফর পিছিয়ে গেল। সূত্রের খবর অনুযায়ী, পূর্বনির্ধারিত ২০ আগস্টের পরিবর্তে এখন ২২ আগস্ট বঙ্গে আসতে পারেন…

Narendra Modi in Nandigram Rally

চলতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নির্ধারিত বঙ্গ সফর পিছিয়ে গেল। সূত্রের খবর অনুযায়ী, পূর্বনির্ধারিত ২০ আগস্টের পরিবর্তে এখন ২২ আগস্ট বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী। তবে বিজেপি সূত্রে এখনও তাঁর সফরসূচি চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী দপ্তর (PMO) সূত্রে জানা গিয়েছে, কলকাতার দমদম সেন্ট্রাল জেলের মাঠে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি—শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন এবং একটি জনসভা।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ২১ আগস্ট পর্যন্ত সংসদের চলতি অধিবেশন থাকায় দিল্লিতে ব্যস্ত থাকতে হবে মোদিকে। তাই অধিবেশন শেষ হওয়ার পরই তিনি বঙ্গে আসতে চাইছেন। এই কারণেই সফরের দিন দুই দিন পিছিয়ে ২২ আগস্ট নির্ধারণের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে বঙ্গ বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

   

প্রধানমন্ত্রীর এই সফরে কলকাতার পরিবহন অবকাঠামোয় যুক্ত হবে এক নতুন অধ্যায়। শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটের উদ্বোধনের মাধ্যমে শহরের যাতায়াত ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন। এর পাশাপাশি দমদম সেন্ট্রাল জেলের মাঠে অনুষ্ঠিত হবে একটি বিশাল জনসভা, যেখানে মোদি আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের উদ্দেশে ভাষণ দেবেন।

বছর ঘুরলেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই বিজেপির শীর্ষ নেতৃত্ব নির্বাচনী প্রচার জোরদার করতে শুরু করেছে। গত দুই মাসে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দু’বার পশ্চিমবঙ্গ সফর করেছেন—একবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এবং একবার দক্ষিণবঙ্গের দুর্গাপুরে জনসভা করেছেন। উভয় ক্ষেত্রেই তিনি তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দিয়েছেন এবং বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে নির্বাচনী কৌশল ও বুথস্তরীয় সংগঠন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। শাহের সফরের ঠিক এক মাসের মধ্যেই ফের আসছেন মোদি, যা বিজেপির রাজ্য সংগঠনের জন্য বড় মনোবল বৃদ্ধি করবে বলে মনে করছে দলীয় সূত্র।

Advertisements

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদির এই সফর কেবলমাত্র সরকারি প্রকল্প উদ্বোধনের জন্য নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক বার্তা বহন করছে। দমদম সেন্ট্রাল জেলের মাঠ ঐতিহাসিকভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত। সেই মঞ্চ থেকে জনসভা করে মোদি একদিকে উন্নয়ন প্রকল্পের কথা বলবেন, অন্যদিকে জাতীয়তাবাদের আবেগকে উস্কে দেবেন—যা আগামী নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে পারে।

বঙ্গ বিজেপি ইতিমধ্যেই জনসভা ঘিরে কর্মসূচি পরিকল্পনা শুরু করেছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সমর্থকদের নিয়ে এসে জনসভা সফল করার জন্য প্রস্তুতি চলছে। পাশাপাশি, সামাজিক মাধ্যমে এই সফরকে কেন্দ্র করে প্রচার বাড়ানো হচ্ছে, যাতে মোদির বার্তা বেশি সংখ্যক ভোটারের কাছে পৌঁছায়।

সব মিলিয়ে, ২২ আগস্টের মোদির বঙ্গ সফর শুধু মেট্রো উদ্বোধন নয়, বরং আসন্ন নির্বাচনের আগে বিজেপির রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে তুলতে চলেছে।