মোদীর সফর কমছে বাংলায়, বিজেপিতে নামছে হতাশা

Narendra Modi to launch 'Aadi Mahotsav

বঙ্গ বিজেপির অভ্যন্তরে গুঞ্জন এবারেও হবে না! আশঙ্কা আরও বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সফর কমানোর বার্তায়। জানা গেছে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদীর জন্য বরাদ্দ করা ছিল দশটি জনসভা। চলছে কাটছাঁট। আপাতত বাতিল একটি সভা।

মোদীর জন্য নির্ধারিত দশটি সভার মধ্যে তিনটি হয়ে গেছে। নদিয়া জেলার রানাঘাটের সভা বাতিল হয়েছে। বাকি আর ছয় টির মধ্যে কিছু কাটছাঁট হতে পারে।বিজেপি সূত্রে খবর, রানাঘাটে মোদীর সভার দিন স্থির হয়েছিল আগামী ২০ সেপ্টেম্বর। দিল্লি থেকে রাজ্য বিজেপি নেতৃত্বকে প্রধানমন্ত্রীর সভা স্থগিত করার বিষয় জানানো হয়েছে।

   

এর পরই বিজেপির অভ্যন্তরে ছড়াচ্ছে নির্বাচনের আগেই পরাজয় আশঙ্কা। দলটির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় অনেক আগে থেকেই নিজ দলের চূড়ান্ত পরাজয়ের ইঙ্গিত দিয়ে চলেছেন। অপর প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এখন নিজ দলেই বাতিল। তিনি মোদীর সভায় যেতে ডাক পান না।

জেলায় জেলা়য বিজেপির গোষ্ঠীবাজি চরমে। বিধানসভায় প্রধান বিরোধী দলকে নিয়ে কটাক্ষ করে শাসকদল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচনে বিজেপি শূন্য হয়ে যাবে। আর পূর্বতন শাসকদল সিপিআইএম বলছে, তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং বুঝতে পেরেছেন রাজ্যবাসী। উল্লেখ্য, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় সামাজিক মাধ্যমে সেটিং ইঙ্গিত দেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন