শুভেন্দুর সভার আগে নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সংঘাত, পোস্টার ছেঁড়ার অভিযোগ

শুভেন্দু অধিকারীর সভার আগে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর সভাকে কেন্দ্র করে বিজেপির কর্মীরা পরিকল্পিতভাবে…

MINA TAKES A SUBTLE JAB AT MALA AMID DEBATE ON RAJA RAMMOHAN ROY BY BJP

শুভেন্দু অধিকারীর সভার আগে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর সভাকে কেন্দ্র করে বিজেপির কর্মীরা পরিকল্পিতভাবে তাদের দলের পোস্টার, ব্যানার ও হোর্ডিং ছিঁড়ে ফেলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামজুড়ে রাজনৈতিক পারদ চড়েছে এবং দুই দলের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

Advertisements

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সভার আগের রাত থেকেই নন্দীগ্রামের একাধিক এলাকায় তৃণমূলের লাগানো পোস্টার ও ব্যানার খুলে ফেলা হয়। কোথাও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, কোথাও আবার দলীয় পতাকা নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বক্তব্য, এটি শুধুমাত্র পোস্টার ছেঁড়ার ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা।

   

তৃণমূলের স্থানীয় নেতারা বলেন, “নন্দীগ্রাম বরাবরই রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা। শুভেন্দুর সভার আগে বিজেপি অশান্তি তৈরি করে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে। গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কর্মসূচি করার অধিকার সকলের আছে, কিন্তু বিরোধী দলের প্রচার সামগ্রী নষ্ট করা কখনওই গ্রহণযোগ্য নয়।” অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, পোস্টার ছেঁড়ার অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের বক্তব্য, “তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আড়াল করতে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমাদের দলের কর্মীরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়।” বিজেপির আরও দাবি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত উৎসাহ রয়েছে, তা দেখে তৃণমূল অস্বস্তিতে ভুগছে।

 

Advertisements