ফের রক্তাক্ত নন্দীগ্রাম! কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে, কাঠগড়ায় বিজেপি

নন্দীগ্রাম: ফের রক্তাক্ত নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় তৃণমূল কর্মীর নিথর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল…

nandigram tmc worker murder

নন্দীগ্রাম: ফের রক্তাক্ত নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় তৃণমূল কর্মীর নিথর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা৷ ওই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি’র বিরুদ্ধে৷ 

সকালে দেহ উদ্ধার nandigram tmc worker murder

মৃত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়ী (বিল্লাই)। এদিন সকালে নিজের দোকানের সামনে থেকেই উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ৷ কিছুদিন আগেই নন্দীগ্রামেরই এক তৃণমূল কর্মী শ্রীকান্ত মণ্ডলকে তাঁর বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার ১৭ দিনের মাথায় ফের খুন হলেন আরও এক তৃণমূল কর্মী।

সক্রিয় তৃণমূল কর্মী  nandigram tmc worker murder

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচকের বাসিন্দা মহাদেব৷ ২৫৩ নম্বর বুথের সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন তিনি৷ দলের প্রায় সব কর্মসূচিতেই তিনি উপস্থিত থাকতেন। বৃন্দাবন চক বাজার এলাকায় চা-খাবারের একটি দোকান রয়েছে তাঁর। অভিযোগ, বুধবার রাতে দোকান বন্ধ করে ফেরার সময় তাঁকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে দোকানের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় বিল্লাই-এর দেহ। তাঁর দুটি পা’ই মেরে ভেঙে দেওয়া হয়৷ হাতেও মিলেছে ক্ষত চিহ্ন। সকালে খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ৷ 

Advertisements

অখিল গিরির মন্তব্য nandigram tmc worker murder

এই ঘটনার পর অখিল গিরি বলেন, “উনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। ওঁকে দোকানের সামনেই খুন করা হয়েছে। কয়েকদিন আগে এক তৃণমূল কর্মীকে মেরে ফেলা হয়েছিল। এখানে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে৷ ভয় দেখানো চলছে। আসলে বিজেপি নন্দীগ্রামে পর পর হারছে। সেই কারণেই আমাদের কর্মীদের খুন করে ভয় দেখাতে চাইছে।” পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমি বিজেপি রাজ্য সভাপতি হিসাবে পরিষ্কার বলতে চাই যে, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। আর বিজেপি এ ধরনের রাজনীতিও করে না। ঘটনার তদন্ত হোক। অপরাধী ধরা পড়ুক। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেও এই ঘটনা হতে পারে।”

West Bengal: Nandigram witnesses another violent incident as TMC worker Mahadev Bishoyee is found dead. The murder has sparked protests, with TMC accusing BJP. This follows the recent killing of another TMC worker, Srikanta Mandal, 17 days ago.