নন্দীগ্রামে ফের ‘ব্যাটল রয়্যাল’? মমতাকে প্রার্থী হতে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর

নন্দীগ্রাম: লোকসভা ভোটের রণদামামা বাজার আগেই বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফের সেই নন্দীগ্রাম। একদিকে যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির ঘিরে…

Nandigram Political Battle

নন্দীগ্রাম: লোকসভা ভোটের রণদামামা বাজার আগেই বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফের সেই নন্দীগ্রাম। একদিকে যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির ঘিরে মানুষের ভিড় উপচে পড়ছে, ঠিক তখনই নিজের গড়ে বিশাল মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে শক্তির জানান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisements

সেবাশ্রয়ের সাফল্য ও অভিষেকের কৃতজ্ঞতা

নন্দীগ্রামে তৃণমূলের আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান বলছে, মাত্র সাত দিনে ১৮ হাজারেরও বেশি মানুষ এই শিবিরে চিকিৎসা পরিষেবা নিয়েছেন। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) অভিষেক লেখেন, “নন্দীগ্রাম থেকে যে সাড়া আমরা পাচ্ছি, তা আমাদের প্রতি আপনাদের বিশ্বাসের প্রতিফলন। মানুষের সেবায় পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া সৌভাগ্যের।” চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও ঘোষণা করেন যে, এই শিবির আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

   

শুভেন্দুর পালটা তোপ ও মমতাকে চ্যালেঞ্জ Nandigram Political Battle

অভিষেকের এই ‘পরিষেবা রাজনীতি’কে অবশ্য আমল দিতে নারাজ শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নন্দীগ্রামে একটি বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি। সেখান থেকেই তোপ দেগে শুভেন্দু বলেন, “ভুল জায়গায় হাত দিয়েছেন। নন্দীগ্রামে তৃণমূলের আর কিছু করার নেই। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ভোঁতা হয়ে পালিয়েছেন।” আগামী নির্বাচনে মমতাকে ফের এই আসনে লড়ার আহ্বান জানিয়ে তিনি যোগ করেন, “১৯৫৬ ভোটের ব্যবধান এবার ২০ হাজারে পৌঁছাবে।”

ভোটের আগে কি পালটাবে সমীকরণ?

একুশের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামেই শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এই জমি পুনরুদ্ধারে মরিয়া ঘাসফুল শিবির। অভিষেকের এই স্বাস্থ্য শিবির কি নন্দীগ্রামের ভোট বাক্সে কোনো প্রভাব ফেলতে পারবে? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মানুষের পরিষেবা দিয়ে ভোটারদের মন জয় করার কৌশলে এগোচ্ছে তৃণমূল। অন্যদিকে, হিন্দুত্বের আবেগ ও স্থানীয় আধিপত্যকে হাতিয়ার করে মাঠ ছাড়তে নারাজ শুভেন্দু।

ভোটের আগে নন্দীগ্রামের এই যুযুধান পরিস্থিতি আগামী দিনে যে আরও উত্তপ্ত হবে, তার ইঙ্গিত মিলল আজকের সংঘাত থেকেই।

Advertisements