Nandigram: নন্দীগ্রামে সিভিক ভলেন্টিয়ারকে মারধর

এবার সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল টোটো যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে (Nandigram), ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত টোটো যাত্রী বিরুদ্ধে থানায় অভিযোগ…

short-samachar

এবার সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল টোটো যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে (Nandigram), ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত টোটো যাত্রী বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত হওয়া ওই সিভিক ভলেন্টিয়ার।

   

জানা গেছে, নন্দীগ্রাম- ১ ব্লকের নন্দীগ্রামে ডিউটি করছিলেন নন্দীগ্রাম থানার এক সিভিক ভলেন্টিয়ার। সেই সময় ওই রাস্তা দিয়ে টোটো চলাচলে কোনো অনুমতি ছিল না। দুর্ঘটনার রুখতে নন্দীগ্রামের বিভিন্ন রাস্তায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এমন সময় একটি টোটো ওই এলাকায় চলে আসে এবং তাকে আটকে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার।

ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের ওপর ক্ষিপ্ত হন টোটোর যাত্রী। মুহুর্তের মধ্যে সিভিক ভলেন্টিয়ার ও টোটো যাত্রীর মধ্যে বাদানুবাদ শুরু হয়ে যায় এমনকি হাতাহাতি পর্যন্ত গড়ায়।

ঘটনায় আহত সিভিক ভলেন্টিয়ার ইতিমধ্যে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই টোটো যাত্রীর বিরুদ্ধে। পরে জানা গিয়েছে ওই টোটো যাত্রীকে নন্দীগ্রাম থানার পুলিশ আটক করেছে পুলিশ।

মাত্র একদিন আগে দক্ষিন২৪ পরগনার মগরাহাটে প্রকাশ্যে খুন করা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারকে। এর পর নন্দীগ্রামে হলো হামলার ঘটনা।

এদিকে বারবার অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন কারণে দূর্ব্যবহার করে। পুলিশের ছত্রছায়ায় তাদের আচরণের বিরুদ্ধে অনেকেই কিছু বলতে পারেন না।