Nandigram: মুসলিম ভোটারদের ভোট দিতে বাধা বিজেপির! চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামে

ভোটের সকালে ফের খবরে নন্দীগ্রাম (Nandigram)। বিজেপির বিরুদ্ধে মুসলিম ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভোটারদের অভিযোগ, বিজেপির লোকেরা বুথ থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। ওরা বলছে…

bjp-west-bengal-bengal-bjp-may-appoints-female-state-president-key-leadership-update

ভোটের সকালে ফের খবরে নন্দীগ্রাম (Nandigram)। বিজেপির বিরুদ্ধে মুসলিম ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভোটারদের অভিযোগ, বিজেপির লোকেরা বুথ থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। ওরা বলছে ভোট পড়ে গিয়েছে। বাড়ি চলে যাও। সংবাদ মাধ্যমের সামনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা।

উত্তম মিদ্দা নামে এক বিজেপি নেতার বিরুদ্ধেই ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভোটারদের অভিযোগ, বিজেপি নেতা ভোটারদের হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিছু বলছেন না। যদিও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ মানতে চায়নি গেরুয়া শিবির।

   

নন্দীগ্রামের বেশ কিছু বুথে তৃণমূল পোলিং এজেন্ট নেই বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসাররা। এই নন্দীগ্রামেই দু’দিন আগে খুন হন বিজেপির এক মহিলা কর্মী। গুরুতর জখম হন তাঁর ছেলে। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল দিকে। তার পর থেকেই বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে উত্তপ্ত রয়েছে নন্দীগ্রাম।

Saumitra Khan: ‘পাগল-ছাগল সৌমিত্র খাঁর পরাজয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী সুজাতা

ভোটের সকালে বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে তৃণমূল। নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে সেতু ভাঙার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। তৃণমূলের অভিযোগ, গ্রাম থেকে বুথে পৌঁছতে হলে সেতু দিয়ে যেতে হয়। সেই সেতু ভেঙে ফেলা হয়েছে। এর ফলে সকাল সকাল ভোটারেরা খুবই সমস্যায় পড়েছেন।

তমলুক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা। এই নন্দীগ্রাম কেন্দ্রে একুশের বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী ১৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। তমলুক আসনে বিজেপির প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের টিকিটে লড়ছেন যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। সিপিএমের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election: তমলুক, কাঁথি সহ বাংলার ৮ কেন্দ্রে শুরু ভোটগ্রহণ

আজ, শনিবার ষষ্ঠ দফায় (Lok Sabha Election) বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৮টিতে ভোট হচ্ছে। কেন্দ্রগুলি হল – মেদিনীপুর, ঘাটাল, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটারসংখ্যা ১ কোটি ৪৫ লক্ষের বেশি। বুথের সংখ্যা – ১৫,৬০০। এর মধ্যে ২,৬৭৮টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

ভোটে ৯ জন সাধারণ পর্যবেক্ষক এবং ৫ জন পুলিশ পর্যবেক্ষক রয়েছেন। ষষ্ঠ দফায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই রয়েছে – ২৩৭ কোম্পানি‌ কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের ২৯,৪৬৮ জন কর্মীও আজ দায়িত্বে রয়েছেন। প্রতি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Lok Sabha Election: বিজেপিকে ভোট দিন! ভোটারদের ধমকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের

রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে এই দফায়। ৬ জেলার ৮টি কেন্দ্রের জন্য মোট ৮৯২টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জন্য ২১৩, পূর্ব মেদিনীপুরের জন্য ২৩২, বাঁকুড়ার জন্য ১৭৩, ঝাড়গ্রামের জন্য ১২৮, পুরুলিয়ার জন্য ১৩২ এবং পূর্ব বর্ধমানের জন্য ১৪টি টিম রাখা হয়েছে। রাজ্যে ৮ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৯ জন প্রার্থী।