Nadia: রাজ্যে পরপর খুন, হাঁসখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু

রক্তাক্ত শুক্রবার। কোচবিহারের শীতলকুচিতে সপরিবারে তৃ়ণমূল নেত্রীকে খুনের পর এবার নদিয়ায় গুলি করে খুন করা হলো এক টিএমসি নেতাকে। গোটা ঘটনাটা হাঁসখালি সরগরম। ভরা বাজারের…

Nadia: রাজ্যে পরপর খুন, হাঁসখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু

রক্তাক্ত শুক্রবার। কোচবিহারের শীতলকুচিতে সপরিবারে তৃ়ণমূল নেত্রীকে খুনের পর এবার নদিয়ায় গুলি করে খুন করা হলো এক টিএমসি নেতাকে। গোটা ঘটনাটা হাঁসখালি সরগরম।

ভরা বাজারের মধ্যে তৃ়নমূল নেতাকে তাড়া করে পরপর গুলি করে দুষ্কৃতিরা। নিশ্চিত করতে এলোপাথাড়ি একাধিক গুলি। হাঁসখালি থানার রামনগর বড় চুপড়িয়া গ্রামে এই খুনের ঘটনা ঘটেছে। নিহত তৃণমূল নেতার নাম আমোদ আলি বিশ্বাস।

Advertisements

কোচবিহার ও নদিয়ায় একই দিনে মোট চারটি খুনের ঘটনা ঘটল রাজ্যে। এর আগে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গুলি করে খুন করা হয় কয়লা মাফিয়া রাজু ঝাকে। সে বিজেপি ঘনিষ্ঠ ছিল।