রাজ্যের রাজপথে ফের উত্তেজনা চরমে (Nabanna)। নবান্ন অভিযানের ডাক ঘিরে শনিবার সকাল থেকেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় শুরু হয় বিক্ষোভ, শ্লোগান, এবং মিছিল। তৃণমূল বিরোধী জোটের পক্ষ থেকে পূর্বঘোষিত এই অভিযানে শহরের নানা প্রান্ত থেকে নেতা-কর্মীরা যোগ দেন।
তবে শুরু থেকেই পরিস্থিতি যে এতটা তীব্র আকার নেবে, তা হয়তো কেউই কল্পনা করেননি। দুপুর গড়াতেই ধর্মতলা, এসপ্ল্যানেড, হাওড়া ময়দান, সাঁতরাগাছি সহ একাধিক জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তিলোত্তমার মা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযানের শুরুতে তিনি শ্লোগান দিচ্ছিলেন। সেই সময় ব্যারিকেডের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে গেলে হঠাৎ ধাক্কাধাক্কির মধ্যে তিলোত্তমার মা মাটিতে পড়ে যান।
মাথায় চোট লাগে, এবং কয়েক মিনিটের মধ্যেই তাঁর মাথায় রক্ত জমাট বাঁধতে শুরু করে। চোখের সামনে এই দৃশ্য দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। মাথায় আঘাতের কারণে রক্ত জমাট বেঁধেছে।
গিলের পথেই কোহলি! সোশাল মিডিয়ায় ভাইরাল ছবিতে জল্পনা তুঙ্গে
এদিকে এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশের বিরুদ্ধে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’-এর অভিযোগ ওঠে। একাধিক নেতা সরাসরি রাজ্য প্রশাসনের সমালোচনা করে বলেন, “শান্তিপূর্ণ মিছিল দমন করতে পুলিশ এভাবে বয়স্কা মহিলা পর্যন্তকে রেহাই দিচ্ছে না।” পাল্টা পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাঁরা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছেন। কয়েকজন বিক্ষোভকারী নাকি ব্যারিকেড ভেঙে এগিয়ে আসছিলেন, ফলে ধস্তাধস্তি তৈরি হয়।