‘অশান্তি বরদাস্ত নয়’—সতর্কবার্তা পুলিশের, গুজব ছড়ালে কড়া ব্যবস্থা

ওয়াকফ আইন ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর, ধুলিয়ান, শাজুর মোড় সহ একাধিক এলাকা। শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই রাজ্য পুলিশের…

Murshidabad Wakf Act Violence

ওয়াকফ আইন ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর, ধুলিয়ান, শাজুর মোড় সহ একাধিক এলাকা। শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কড়া বার্তা দিলেন— “গুজবে কান দেবেন না। কেউ আইন হাতে তুলে নিলে, পুলিশ তা কোনওভাবেই বরদাস্ত করবে না।”

পাথর বৃষ্টি, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ Murshidabad Wakf Act Violence

শুক্রবার জুম্মার নামাজের পর থেকেই ধুলিয়ান ও সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে অশান্তি। পুলিশের উপর পাথর বৃষ্টি, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, বাইক ভাঙচুরের মতো একাধিক ঘটনায় আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায়। শনিবার সকালেও পরিস্থিতি উত্তপ্ত থাকায়, ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে ডিজি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “বাস্তব আর গুজবের ফারাক মানুষকে বুঝতে হবে। আইন হাতে তুলে নেওয়া চলবে না। কেউ যদি প্ররোচনায় পা দেন, তাহলে পুলিশ চুপ করে থাকবে না। আমরা ট্রিগার হ্যাপি নই, কিন্তু প্রয়োজন হলে পদক্ষেপে দেরি হবে না।”

রাজ্যপুলিশের তরফে আরও জানানো হয়েছে, যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাঁদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের তরফে।

ভিডিও বার্তা Murshidabad Wakf Act Violence

এদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার এক ভিডিও বার্তায় জানান, রাজ্যের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির উপর নজর রয়েছে রাজভবনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই আলোচনাও হয়েছে বলে জানান তিনি। রাজ্যপালের কথায়, “কিছু লোক আইনশৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তবে অশান্তি একেবারেই বরদাস্ত করা হবে না। রাজ্য সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকার প্রণীত ওয়াকফ আইন রাজ্যে কার্যকর করা হবে না। সেই সঙ্গে তিনি রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার না করার আহ্বানও জানিয়েছেন।

Advertisements

সর্বোপরি, প্রশাসনের বার্তা একটাই— আইন নিজের হাতে তুলে নিলে ছাড় নেই। শান্তি ও সম্প্রীতি রক্ষাই এই মুহূর্তে সরকারের প্রথম অগ্রাধিকার।

West Bengal: Tension erupts in Murshidabad over Wakf Act issue; violence in Dhulian, Jangipur. Police DG warns against rumors and urges calm. Rioters to face strict legal action, says state administration.