HomeWest BengalMurshidabad: রানিনগরে বাম-কংগ্রেস জোট হামলায় ঘরছাড়া তৃণমুলীরা

Murshidabad: রানিনগরে বাম-কংগ্রেস জোট হামলায় ঘরছাড়া তৃণমুলীরা

- Advertisement -

পঞ্চায়েত নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর।অভিযোগ। বাম কংগ্রেস জোটের আক্রমণে জখম তৃণমূলের চারজন কর্মী। জখমদের মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রানিনগরের মালিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের মরিচা গ্রামে হয় সংঘর্ষ। এলাকা থমথমে।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে বারবার সংঘর্ষে গরম রানিনগর। ভাঙচুর বোমাবাজি চলছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিক্ষিপ্তভাবে বোমাবাজি হয়েছে এলাকায়। তারপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ ।

   

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, জখমদের নাম তাইজুল ইসলাম (৫২), টিয়ারুল ইসলাম (৪৪), তারিকুল ইসলাম (২৬) ও আমগীর শেখ (২৪)।

রানিনগর ২ ব্লকের যুব তৃণমূলের সভাপতি মিজান হাসান জানান, “আমাদের কর্মীরা ভোটপ্রচার করছিল। তখন কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”

কংগ্রেসের রানিনগর ২ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি আমজাদ হোসেন জানান, “তৃণমূলের কোনও ভোট প্রচার চলছিল না। মদ খাওয়া নিয়ে ঝামেলা শুরু হয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতি রেজাউলের নেতৃত্বে বোমাবাজি করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে সিপিএমের রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আতাউর রহমানের বাড়িতেও।”

এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রাজ্যপাল ও নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন কংগ্রেসের রানিনগর ২ ব্লকের নির্বাচন কমিটির চেয়ারম্যান জাহাঙ্গির ফকির।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular