মুর্শিদাবাদের ঘরছাড়াদের সাহায্য বন্ধের নোটিস প্রশাসনের

মুর্শিদাবাদ: ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকায় সম্প্রতি তীব্র উত্তেজনা ছড়ায়৷ অভিযোগ, এই ইস্যুকে ঘিরে মৌলবাদী প্রভাবিত গোষ্ঠীগুলি পরিকল্পিতভাবে হিন্দু পরিবারগুলোর…

Murshidabad Refugee Crisis

মুর্শিদাবাদ: ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকায় সম্প্রতি তীব্র উত্তেজনা ছড়ায়৷ অভিযোগ, এই ইস্যুকে ঘিরে মৌলবাদী প্রভাবিত গোষ্ঠীগুলি পরিকল্পিতভাবে হিন্দু পরিবারগুলোর উপর আক্রমণ শুরু করেছে। নিরাপত্তাহীনতার শঙ্কায় বহু হিন্দু পরিবার, বিশেষ করে নারী ও শিশুরা, রাতারাতি ঘরবাড়ি, সম্পত্তি, গবাদি পশু সব কিছু ফেলে নদী পেরিয়ে আশ্রয় নেয় মালদহ জেলার বৈষ্ণবনগরের পারলালপুর, দেওনাপুর ও সোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

Advertisements

ঘরছাড়া এই মানুষগুলো বর্তমানে স্থানীয় স্কুল ভবন ও খোলা জায়গায় গড়ে ওঠা অস্থায়ী ত্রাণ শিবিরে মাথা গোঁজার আশ্রয় খুঁজে পেয়েছে৷ কারও কোলে শিশু, কারও চোখে আতঙ্ক। বহুজন এসেছেন এক কাপড়ে, কোনো মালপত্র আনার সময়টুকুও পাননি।

   

ত্রাণ শিবির না ডিটেনশন ক্যাম্প? Murshidabad Refugee Crisis

শরণার্থীদের অভিযোগ, ত্রাণ শিবিরে না কি মানবিক সহায়তা দূরের কথা, এমনকি স্বেচ্ছাসেবী সংগঠন ও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগেও বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, বাইরে থেকে পাঠানো খাবার বা প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ শিবিরের পরিবর্তে সরাসরি পুলিশি তত্ত্বাবধানে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে।

একাধিক শিবিরে দিন কাটানো মানুষেরা জানিয়েছেন, তাঁদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার—কাঁকরে ভর্তি ভাত, দুর্গন্ধযুক্ত সবজি, যা মুখে তোলার অযোগ্য। শিশুরা পাচ্ছে না দুধ বা ওষুধের মতো ন্যূনতম স্বাস্থ্যসেবা।

স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে হয়রানি! Murshidabad Refugee Crisis

বিশেষ উদ্বেগজনক বিষয় হল, যারা স্বতঃপ্রবৃত্তভাবে সাহায্যের হাত বাড়াতে এগিয়ে এসেছেন, তাঁদের বিরুদ্ধেও নাকি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। এমনকি পুলিশের পক্ষ থেকে কিছু স্বেচ্ছাসেবীদের দেওয়া ত্রাণ সামগ্রী নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও উঠে এসেছে।

মানবাধিকারের প্রশ্নে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন Murshidabad Refugee Crisis

শরণার্থী শিবিরে থাকা হিন্দু পরিবারের তরফে জানানো হয়েছে, এই নিপীড়ন কেবল প্রশাসনিক উদাসীনতার ফল নয়, বরং একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ বলেই তাঁদের আশঙ্কা। তাঁদের দাবি, অবিলম্বে ত্রাণ শিবিরে মানবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক, মুক্তভাবে বাইরে যোগাযোগের সুযোগ দেওয়া হোক এবং সব ধরনের অত্যাচার বন্ধ করা হোক।

Advertisements

মানবাধিকার সংগঠনগুলির মতে, এই ঘটনা রাজ্যের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির জন্য চরম বিপদ সংকেত। এভাবে শরণার্থীদের মৌলিক অধিকার হরণ করে, স্বেচ্ছাসেবকদের দমন করে যে ‘নীরব নিপীড়ন’ চালানো হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

এখনও পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি মেলেনি। তবে স্থানীয় পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে এবং সব অভিযোগ খতিয়ে দেখা হবে।

West Bengal: After protests over the Waqf Amendment Act, communal violence in Murshidabad forced Hindu families to flee to refugee camps in Malda. Allegations surface of poor conditions, restricted media access, and human rights violations in government-run shelters.