ফরাক্কায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন, খুলে গেল একাধিক বগি

প্রায় গত একবছর ধরে একের পর এক রেল দুর্ঘটনার ছবি সামনে এসেছে৷ যার জেরে আহত হয়েছেন বহু মানুষ৷ মৃত্যু হয়েছে অনেকের৷ এই ঘটনার রেশ কাটতে…

প্রায় গত একবছর ধরে একের পর এক রেল দুর্ঘটনার ছবি সামনে এসেছে৷ যার জেরে আহত হয়েছেন বহু মানুষ৷ মৃত্যু হয়েছে অনেকের৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সকালেই মুর্শিদাবাদের ফরাক্কায় একটুর জন্য রক্ষা পেল মালগাড়ি(Train Accident)। তবে খুলে গিয়েছে একাধিক বগি৷

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক মালগাড়ি৷ চলতে চলতেই আচমকা ওই মালগাড়িটি দু’ভাগ হয়ে যায় বলে রেল সূত্রে খবর পাওয়া গিয়েছে। তবে কয়েকটি কামরা-সহ মালগাড়ির ইঞ্জিন বাকি ট্রেনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কোনও কামরা লাইনচ্যুত হয়নি। তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালেই চাঞ্চল্য ছড়িয়েছে ফরাক্কায়।

ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকার ঘটনা। আজ রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ খোদাবন্দপুরের উপর দিয়ে যাওয়ার সময় আচমকা চলন্ত মালগাড়ির কয়েকটি কামরা মূল ইঞ্জিনের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রেল সূত্রে খবর, মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল।

Advertisements

কিন্তু গন্তব্য পৌঁছানোর আগেই ফরাক্কার কাছে চলতে চলতে হঠাৎই ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে যায়৷ ওই কামরাগুলিকে পিছনে ফেলে বেশ খানিকটা এগিয়ে যায় ইঞ্জিন-সহ বাকি কামরাগুলি। তবে কোনও কামরা লাইন থেকে বেরিয়ে যায়নি। যেহেতু মালগাড়ি তাই কোনও হতাহতের খবর নেই৷ ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই ঘটনায় কারও কোনও আঘাত লাগার খবরও নেই।