Murshidabad: তৃণমূল থেকে ছিনিয়ে মুর্শিদাবাদে পঞ্চায়েত দখল বাম-কংগ্রেস জোটের

রাজ্যে বিরোধী দল হিসেবে বিজেপির অস্তিত্বে বিরাট ধাক্কা লেগেছে গত পুরভোটে। একটিও বোর্ড তাদের নেই বরং সিপিআইএম (CPIM) ও কংগ্রেসের (Congress) দখলে গেছে দুটি পুরবোর্ড। এবার পঞ্চায়েতেও ভাঙন শুরু। মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলার দেওয়ানসরাই পঞ্চায়েত তৃ়ণমূল কংগ্রেসের (TMC) থাকল না। এর দখল নিয়েছে বাম-কংগ্রেস জোট।

Advertisements

আসন্ন পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদ থেকে বিরোধী শক্তি হিসেবে সিপিআইএম ও কংগ্রেস উঁকি দিল বলে মনে করা হচ্ছে। কারণ, বিধানসভায় এই দুই দলের কোনও বিধায়ক নেই।

লালগোলার দেওয়ানসরাই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর সিপিআইএম ও কংগ্রেসের সমর্থকরা মিছিল করেন। জানা যাচ্ছে, অনাস্থায় পরাজিত হয় তৃ়ণমূল।

Advertisements

২০১৮ সালে এই পঞ্চায়েত বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। এবার অনাস্থা আনে কংগ্রেস ও সিপিআইএম। ২০১৮ সালেসালে পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েতের ২৪ টি আসনের ১০টিতে জিতেছিল তৃণমূল। ৯টি আসনে জয়ী হয় কংগ্রেস। ৫টি আসনে সিপিআইএম জয়ী। বাম কংগ্রেসের আনা অনাস্থার জেরে ২৫ জুলাই অপসারিত হন তৃণমূলের প্রধান আবদুল কাদির। সোমবারের আস্থা ভোটে ১৩-১১ ব্যবধানে জিতে প্রধান হলেন সন্ধ্যারানী দাস।

এদিকে গত কয়েকদিনে মুর্শিদাবাদে লাগাতার ভাঙনের মুখে তৃ়ণমূল কংগ্রেস। পরপর বিভিন্ন এলাকায় সিপিআইএমে সামিল হচ্ছেন অনেকে। তৃ়ণমূল ত্যাগীদের অভিযোগ, পঞ্চায়েত নেতারা এমন দুর্নীতি করছে যে কোনও কাজই হয়না।

লালগোলার দেওয়াসরাই গ্রাম পঞ্চায়েত দখলের সংবাদে সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটি এই গ্রামবাসীকে শুভেচ্ছা জামান। সিপিআইএমের দাবি সুষ্ঠু পরিষেবা দেওয়া হবে। অন্যদিকে কংগ্রেসের শক্তিশালী এলাকা মুর্শিদাবাদে লাগাতার ধাক্কা খেয়েছে জাতীয় কংগ্রেস। তাদের তরফে এসেছে শুভেচ্ছা। তৃ়ণমূল কংগ্রেসের দাবি পঞ্চায়েত বোর্ড দখলে ষড়যন্ত্র হয়েছে।