ফের রক্তাক্ত মুর্শিদাবাদ, রাস্তায় বোমা মেরে খুন এক ব্যক্তিকে

Murshidabad Bomb Attack

মুর্শিদাবাদ: ফের রক্তাক্ত মুর্শিদাবাদ। দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় বোমা হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নওদার আলিনগর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রফিকুল। জমি বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

Advertisements

কখন ও কী ভাবে হামলা?

সকালে গ্রামের রাস্তায় হাঁটছিলেন রফিকুল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী আচমকাই তাঁর উপর পরপর বোমা ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে, যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদে জড়িয়েছিলেন রফিকুল। তা থেকেই সম্ভবত এই হামলা। এই ঘটনাই আলাদা নয়। গত কয়েক মাস ধরে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে।

গত দুই মাসে মুর্শিদাবাদে বোমা-বিস্ফোরণ Murshidabad Bomb Attack

১১ জুন, ডোমকল
লেবুগাড়া এলাকায় রাতে বাড়ির পাশের মাঠে বোমা বাঁধার সময় বিস্ফোরণ। মৃত চান্দু শেখ ওরফে সফিকুল (৩০)। ঘটনাস্থলে উদ্ধার বোমা তৈরির উপকরণ।

 ৩০ এপ্রিল, সামশেরগঞ্জ
দেবীদাসপুরে দুই পরিবারের বিবাদ ঘিরে বোমাবাজি। আহত দুই শিশু, যাঁরা কোচিং সেন্টারে যাওয়ার পথে পড়েছিল বোমার আঘাতে।

Advertisements

পুলিশের উদ্বেগ
জেলার বিভিন্ন প্রান্তে বেআইনি বিস্ফোরক মজুত এবং অস্ত্র ব্যবসা বাড়ছে বলেই মনে করছে প্রশাসন।

প্রশ্ন উঠছে…
একাধিক বোমা বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটলেও কেন দুষ্কৃতীরা বারবার বাঁচছে প্রশাসনিক নজরদারির ফাঁক গলে? জমি বিবাদ থেকে গোষ্ঠী কোন্দল সব ক্ষেত্রেই বোমা হামলা যেন ‘স্বাভাবিক’ হয়ে উঠছে মুর্শিদাবাদে।