বীরভূম: সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুন (Murder) করলেন শিক্ষক! ২০ দিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে মিলল ওই ছাত্রীর পচাগলা বস্তাবন্দী দেহ! ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। জানা গিয়েছে, রামপুরহাটের শ্যামপাহাড়ির একটি স্কুলে পড়ত ওই ছাত্রী। গত ২৮ আগস্ট টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হন তিনি। রামপুরহাট থানায় মৃতার পরিবার মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।
পরিবারের তরফ থেকে পুলিশকে পরে জানানো হয়, মৃত ছাত্রীর স্কুলেরই ভৌত বিজ্ঞানের শিক্ষক তাঁকে অপরহণ করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেফতার করে পুলিশ। এরপরই মঙ্গলবার গভীর রাতে তল্লাশি অভিযানে রামপুরহাট থানার কালিডাঙ্গা গ্রামের কাছে একটি ছোট ডোবা থেকে ছাত্রীর বস্তাবন্দী পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সপ্তম শ্রেণীর ওই পড়ুয়াকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে বস্তায় বন্দী করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। তবে মৃতার পরিবারের তরফ থেকে এখনও ধর্ষণের মামলা করা হয়নি। পুলিশের কাছে কেবল অপরহণ ও খুনের অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। রামপুরহাট থানার পুলিশ সুপার জানিয়েছেন, খুনের আগে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ভৌত বিজ্ঞানের শিক্ষক কেন ছাত্রীকে খুন করলেন সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় মেয়েটির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অভিযুক্ত শিক্ষকের ফাঁসির দাবি জানিয়েছেন