Municipal Election: ‘হাঁটু আস্ত থাকবে না’ বলা উদয়নকে নিয়ে অ্যাডভান্টেজে TMC

Municipal Election মঞ্চ থেকে হুমকি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ, হাঁটু আস্ত থাকবে না। এর পর থেকে কোচবিহার জেলার দিনহাটায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়।…

Udayan Guha

short-samachar

Municipal Election
মঞ্চ থেকে হুমকি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ, হাঁটু আস্ত থাকবে না। এর পর থেকে কোচবিহার জেলার দিনহাটায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। টিএমসি ও বিজেপি বনাম সিপিআইএমের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে জেলায়। বিশেষ করে মাথাভাঙা পুরসভায় বাম সমর্থকদের সঙ্গে টিএমসির সংঘর্ষের ছবি রাজ্য জুড়ে ভাইরাল হয়েছিল।

   

রবিবার পুরভোটে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ কোন মেজাজে থাকবেন তা নিয়ে বিরোধী শিবির চিন্তিত। তবে শাসকদল টিএমসির অ্যাডভান্টেজ জেলায় বিজেপির হাওয়া কমে যাওয়ায়। দিনহাটা উপনির্বাচনে সেই প্রভাব দেখা গিয়েছে। রেকর্ড ভোটে উদয়ন গুহ জয়ী হয়েছেন।

পুরভোটে কোচবিহারে প্রেস্টিজ ফাইট উদয়ন গুহর। তেমনই আছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। তিনি কোচবিহার পুরসভায় টিএমসির চেয়ারম্যান পদপ্রার্থী। বিধাননসভা ভোটে পরাজয়ের পর পুরযুদ্ধে নেমেছেন রবীবাবু।

কোচবিহার থেকে বিজেপির যে বিরাট গতি এসেছিল লোকসভা ও বিধানসভা ভোটে তাতে লেগেছে ভাটা। বিরোধী ভূমিকা নিতে কোমর কষে নেমেছে বাম শিবির। দুপক্ষই নির্বাচনে সংঘর্ষের আশঙ্কা করছে। টিএমসির অভিযোগ, ভোটে উস্কানি দিয়ে সংঘর্ষ ছড়ানোর চেষ্টা করবে বিজেপি।