ফের বাংলায় ভোট? পুজো মিটলেই ১৫ পুরসভায় নির্বাচনের সম্ভাবনা

লোকসভা ভোটের পর রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। আরও ৬টি কেন্দ্রে ভোট বকেয়া রয়েছে। শীঘ্রই এই ৬ কেন্দ্রে ভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন…

লোকসভা ভোটের পর রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। আরও ৬টি কেন্দ্রে ভোট বকেয়া রয়েছে। শীঘ্রই এই ৬ কেন্দ্রে ভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। তার পরেই ভোট হতে পারে রাজ্যের ১৫টি পুরসভায় (Municipal Election)। সূত্রের খবর, খুব দ্রুত প্রশাসক নিয়ন্ত্রণাধীন পুরসভাগুলিতে (Municipal Election) ভোট সেরে ফেলতে চাইছে নবান্ন।

তবে গোটা বিষয়টিই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই। নবান্ন সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে হাওড়া সহ ১৫টি পুরসভার নির্বাচন এবছরই হয়ে যেতে পারে। কালীপুজো ও ভাইফোঁটার পরই হাওড়া সহ ১৫টি পুরসভার নির্বাচন হতে পারে বলে খবর।

   

নদিয়া জেলার কুপার্স ক্যাম্প পুরবোর্ডের মেয়াদ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা না থাকায় নানা সমস্যার মুখে পড়ছেন এলাকার বাসিন্দারা। দুর্গাপুর কর্পোরেশনে মেয়রের পদ দীর্ঘদিন ধরে ফাঁকা। পুরসভার বোর্ডেরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ফলে নাকাল হচ্ছেন সেখানকার বাসিন্দারাও।

সেনা জওয়ানের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, সরগরম দেগঙ্গা

কোন কোন পুরসভায় ভোট হতে পারে

হাওড়া, বালি, দুর্গাপুর, হলদিয়া, পাশকুঁড়া, নলহাটি, ডোমকল, কুপার্স ক্যাম্প, পূজালি, রায়গঞ্জ, বুনিয়াদপুর, ধূপগুড়ি, কার্শিয়াং, কালিম্পং, মিরিক। 

এরকম পরিস্থিতি রাজ্যের প্রায় ১৫টি পুরসভার। সেগুলিতেই ভোট করাতে চায় রাজ্য। এছাড়া বেশ কিছু পুরসভা একাধিক কাউন্সিলরের পদ ফাঁকা রয়েছে। জনপ্রতিনিধিদের প্রয়াণের কারণেই বহু ওয়ার্ড কাউন্সিলর শূন্য। দক্ষিণ দমদম পুরসভার ২টি, দমদম পুরসভার ১টি, কামারহাটি পুরসভার ২টি ওয়ার্ড কাউন্সিলরশূন্য।

রাজনৈতিক মহলের মতে, এবারের লোকসভা নির্বাচনে গ্রামাঞ্চলের মানুষ তৃণমূলকে ঢেলে ভোট দিলেও পুরসভা এলাকায় খারাপ ফলে হয়েছে রাজ্যের শাসকদলের। আর তাই পুর-নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না জোড়াফুল শিবির। তবে জনগণের স্বার্থে আবার ভোট করার প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে কিছুটা দোলাচলে তারা।

রাজ্যে মহার্ঘ সুরা, কোন কোন মদের উপর কী হারে বাড়ছে দাম?