মাথায় অস্ত্রোপচারের পরে এখন ভেন্টিলেশনে বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ মুকুল রায়

বুধবার রাতে নিজের বাড়িতেই টাল সামলাতে না পেরে পড়ে যান মুকুল রায়। তাতেই গুরুতর চোট পেয়েছিলেন বিজেপি বিধায়ক মুকুল রায়। এরপর তাঁকে প্রথমে কল্যাণী হাসপাতালে…

mukul roy health condition update, মাথায় অস্ত্রোপচারের পরে এখন ভেন্টিলেশনে বঙ্গ রাজনীতির 'চাণক্য' মুকুল রায়

বুধবার রাতে নিজের বাড়িতেই টাল সামলাতে না পেরে পড়ে যান মুকুল রায়। তাতেই গুরুতর চোট পেয়েছিলেন বিজেপি বিধায়ক মুকুল রায়। এরপর তাঁকে প্রথমে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গিয়েছিল মুকুল রায়ের।

Advertisements

এখন কেমন আছেন মুকুল রায়?

বিজ্ঞাপন

কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর মাঝরাতেই তাঁর মাথায় অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার ওপর চলে অস্ত্রোপচার। সফল হয়েছে সেই পদক্ষেপ। বর্ষীয়ান এই রাজনীতিবিজের মাথায় জমা রক্ত বার করে দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কবার্তা

ওটি থেকে বার করে ভেন্টিলেশনে রাখা হয়েছে মুকুলবাবুকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের কথায়, আজ, বৃহস্পতিবার (৪ জুলাই) মুকুল রায়কে ভেন্টিলেশন থেকে বার করে দেখা হবে তিনি কেমন থাকছেন। এর পরে পরবর্তী চিকিৎসার কথা জানাবেন জানানো হবে।

খুব সাবধান, এবার রেল ট্র্যাকে ‘প্রগতি’! কী কাজ করবে?

বিগত বেশ কয়েক বছর ধরেই মুকুলবাবু ডিমেনশিয়া রোগে ভুগছেন। তাঁর স্মৃতি দুর্বল হয়েছে। বহুদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত মুকুল রায়। তাঁর শরীরের মাত্রাতিরিক্ত শর্করা থাকায় নিয়মিত ইনসুলিন নিতে হয়।