‘আক্রান্ত’ বিজেপি সাংসদ, ক্ষোভে ফুঁসছে গেরুয়া শিবির

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ওপর হামলার প্রতিবাদে এবার পথে নামল বিজেপি। রবিবার সকাল থেকে চাকদহে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। Advertisements এদিকে বিজেপি সাংসদের…

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ওপর হামলার প্রতিবাদে এবার পথে নামল বিজেপি। রবিবার সকাল থেকে চাকদহে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা।

Advertisements

এদিকে বিজেপি সাংসদের ওপর এহেন হামলা ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলার দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। এই রাজ্যে কেউ সুরক্ষিত নয়।’ উল্লেখ্য, শনিবার হরিণঘাটায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলে বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন সাংসদ। এছাড়া এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি জানিয়েছেন ‘পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাব।’

   

এদিকে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে অভিযোগ তুলেছে বঙ্গ গেরুয়া শিবির। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল জানিয়েছে, মিথ্যে অভিযোগ করছেন বিজেপি সাংসদ।