Paschim Medinipur: ঘাটালের বন্যা থেকে এলাকাবাসীকে রক্ষার প্রতিশ্রুতি দেবের

MP Deepak Adhikari

ঘাটাল (Ghatal) মাস্টারপ্ল্যানের কথা  মানুষের দুঃখ দুর্দশার কথা   দিল্লির কানে পৌঁছাচ্ছে না, নিজেদের লড়াই নিজেদের করতে হবে। বৃহস্পতিবার জানান ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী (Deepak Adhikari)।

তিনি জানান , দিল্লির সরকার বাংলাকে এভাবেই বঞ্চনা করে চলেছে । কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মাথা না ঘমালেও মুখ্যমন্ত্রীর মাথায় আছে বিষয়টা। দেব বলেন, গত বছরের ভয়াবহ বন্যার পর মানুষের দুর্দশার চিত্র আকাশ পথে ঘুরে দেখার পর তিনি ঘাটালে এসে জলে নেমেও অসহায় মানুষের কাছে পৌঁছে যান। তাঁদের আশ্বাস দেন।

   

বিভিন্ন কর্মসূচির ফাঁকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ দেব জানান তিনি হাল ছেড়ে দেবেন না । যেকোনো মূল্যে ঘাটালের মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করবেন।

MP Deepak Adhikari

ঘাটালে ঝটিকা সফরে ঠাসা কর্মসূচি ছিল সাংসদের। সঙ্গে  ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল, ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।

বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির পরিকাঠামোগত উন্নয়নএর বৈঠকের পরে তিনি হরিসিংপুরের পার্ক পরিদর্শন করেন । ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে বৈঠক এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় গভর্নিং বডির বৈঠক করেন।

জেলাশাসক রশ্মি কমল বলেন ,শহরে জল ঢুকলে যাতে দ্রুত বের করে দেওয়া যায় সেজন্য তিনটি পাম্পের ব্যবস্থা করা হবে। বন্যার জল থাকাকালীন বিদ্যুৎ ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়ে জোর দিয়েছেন সাংসদ। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির মিটিংয়ে ,ইতিমধ্যে বীর সিংহে কি কি কাজ হয়েছে সেই বিষয়ে পর্যালোচনা হয়। ঘাটাল মহকুমা সুপারস্পেশালিটি হাসপাতালে যে যে  পরিকাঠামোগত অভাব আছে সেগুলিকে ঢেলে সাজানো হবে বলে সাংসদ জানান।

<

p style=”text-align: justify;”>ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এর সামগ্রিক উন্নয়নের জন্য গভর্নিং বডির মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যাসাগর হাইস্কুলের মাঠে এক জনসভায় যোগ দেন ।ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুইঁয়া , বিধায়ক অজিত মাইতি সহ আরো অনেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন